করোনার থাবা কলকাতার পাইকারি ওষুধ বাজারেও, দোকান বন্ধে ওষুধ নিয়ে বড়সড় আশঙ্কা

  • কলকাতার পাইকারি ওষুধ বাজার  করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে 
  •  সম্প্রতি সেখানে সব মিলিয়ে সাত জন করোনায় আক্রান্ত হয়েছেন 
  • সাত জন আক্রান্তের মধ্যে দুজনের মৃত্যু হওয়ায় দোকান বন্ধ রয়েছে 
  • যার জেরে  বিভিন্ন জেলার ব্যবসায়ীরা পর্যাপ্ত ওষুধ হাতে পাচ্ছেন না  
     

Ritam Talukder | Published : May 14, 2020 6:21 AM IST / Updated: May 16 2020, 09:00 PM IST

করোনা আতঙ্ক এবার  ছড়িয়ে পড়েছে কলকাতার পাইকারি ওষুধ বাজারেও। বেঙ্গল কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক  চন্দ্রেশ সিংভি  জানিয়েছেন, সম্প্রতি সেখানে সব মিলিয়ে সাত জন করোনায় আক্রান্ত হয়েছেন। সাত জন আক্রান্তের মধ্যে দুজনের মৃত্যু হওয়ায় কিছু দোকান বন্ধ রয়েছে। যার জেরে  বিভিন্ন জেলার ব্যবসায়ীরা পর্যাপ্ত ওষুধ হাতে পাচ্ছেন না। 

আরও পড়ুন, সোমবার থেকে শহরে চালু বেসরকারি বাস, দ্বিগুন ভাড়া বাড়ানোর সিদ্ধান্তে ক্ষতির আশঙ্কায় মালিকরাই

কলকাতার পাইকারি ওষুধ বাজার বাগড়ি মার্কেট, মেহতা বিল্ডিং এবং গাঁধী বিল্ডিংয়ে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সম্প্রতি সেখানে সব মিলিয়ে সাত জন করোনায় আক্রান্ত হয়েছেন। সাত জন আক্রান্তের মধ্যে দুজনের মৃত্যু হওয়ায় বন্ধ রয়েছে অধিকাংশ দোকান। বাকি দোকান খোলা হচ্ছে সপ্তাহে দুই থেকে তিন দিন। উৎপাদন না থাকায় কয়েকটি ওষুধ ও প্রয়োজনীয় জিনিসের সরবরাহ কমে গিয়েছে বলে ওই সংগঠনের তরফে জানানো হয়েছে। তার সঙ্গে পাইকারি বাজারে কম দোকান খোলা থাকায় বিভিন্ন জেলার ব্যবসায়ীরা পর্যাপ্ত ওষুধ হাতে পাচ্ছেন না। তবে সম্প্রতি সরকারি তরফে বেশ কিছু বিধিনিষেধ শিথিল করায় ওষুধের উৎপাদন স্বাভাবিক হবে বলে মনে করা হচ্ছে।ওষুধ ব্যবসায়ীদের অভিযোগ, শিশু ও প্রাপ্তবয়স্কদের ডায়পার মিলছে না। এ ছাড়াও ভিন্‌ রাজ্য থেকে আসায় ইনসুলিন, ইনহেলার, অ্যাসপিরিন ও ভিটামিন সি ট্যাবলেটের জোগান কম রয়েছে।   

আরও পড়ুন, বৃহস্পতিবার থেকেই নিম্নচাপের বৃষ্টির পরিমাণ কমবে, পারদ চড়লেও এগিয়ে আসছে বর্ষাকাল
 
বেঙ্গল কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক চন্দ্রেশ সিংভি জানিয়েছেন 'মূলত মেহতা বিল্ডিংয়ের কয়েকটি ব্লকেই করোনায় আক্রান্ত হয়েছেন ব্যবসায়ীরা। নিয়মিত পৌরসভার তরফে  বাজার স্যানিটাইজ় করার জন্য আবেদন করা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা বাজারে আসায়  করোনা আতঙ্কে মালিক ও কর্মচারীরা দোকান খুলতে চাইছেন না। এমন চললে ওষুধ-সঙ্কট দেখা দিতে পারে। বিষয়টি ড্রাগ কন্ট্রোল বোর্ডকেও জানানো হয়েছে।' রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ডের এক কর্তা বলেন, ওই বাজারের পরিস্থিতি স্বাস্থ্য ভবন ও পৌরসভাকে জানানো হয়েছে। এদিকে পৌরসভা সূত্রে খবর, বাজারের একাংশ জীবাণুমুক্ত করার কাজ শুরু হয়েছে। পরবর্তী পর্যায়ে ধাপে ধাপে পুরো বাজারেই স্যানিটাইজড করা হবে।

 

 

কোভিড হাসপাতালে স্বাভাবিক মৃত্য়ুতেও পরিবার চাইলে সৎকার করবে কলকাতা পৌরসভা, জানালেন ফিরহাদ

করোনা আক্রান্ত প্রাণ হারালেন এবার রাজ্যের এক আইনজীবী, এদিকে আইসোলেশনে তাঁর স্ত্রী

কোভিড পজিটিভ হয়ে মৃত্য়ু প্রখ্যাত ইতিহাসবিদ হরিশঙ্কর বাসুদেবনের

 বেহালা হাসপাতালের প্রসুতির শরীরে মিলল এবার করোনার জীবাণু, কেপিসি-র ৩ রোগীর রিপোর্টও পজিটিভ

রোগী ফেলে পালাতে পারল না অ্যাম্বুল্যান্স, পিপিই পরা স্বাস্থ্য়কর্মীদেরকে তীব্র প্রতিবাদ নাকতলাবাসীর

Share this article
click me!