এবার বেসরকারিতেও করোনা চিকিৎসায় মিলবে বিনামূল্য়ের পরিষেবা, হাসপাতালের খরচও দেবে রাজ্য সরকার

Published : Apr 24, 2020, 03:16 PM IST
এবার বেসরকারিতেও করোনা চিকিৎসায় মিলবে বিনামূল্য়ের পরিষেবা, হাসপাতালের খরচও দেবে রাজ্য সরকার

সংক্ষিপ্ত

  এবার বেসরকারি হাসপাতালেও করোনার চিকিৎসার খরচ দেবে রাজ্য সরকার। শুধু কোভিড চিহ্নিত বেসরকারি হাসপাতালেই মিলবে এই সুবিধা  চিকিৎসার খরচ ছাড়াও অ্যাম্বুলেন্স ভাড়া সবই দেওয়া হবে  পকেট থেকে খরচ করতে হবে না করোনা আক্রান্তদেরও   

 সরকারি হাসপাতালের পাশাপাশি এবার বেসরকারি হাসপাতালেও করোনার চিকিৎসা করালে সব খরচ বহন করবে রাজ্য সরকার।  বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর। তবে এখানেই শেষ নয় করোনা চিকিৎসা করালে আক্রান্ত রোগীও পাবেন রাজ্য় সরকারের থেকে সমস্ত খরচ।

আরও পড়ুন, রাজ্য়ের করোনা পরিস্থিতি 'চূড়ান্ত বিরক্তিকর', মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি পাঠিয়ে দাবি প্রবাসী চিকিৎসকদের

 

বৃহস্পতিবারই  ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্য়ের যে সমস্ত বেসরকারি হাসপাতালে কোভিড হাসপাতাল হিসেবে চিহ্নিত সেখানে করোনার চিকিৎসা করালে চিকিৎসার সমস্ত খরচই বহন করবে রাজ্য সরকার।  স্বাস্থ্য দফচরের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই হাসপাতালগুলিকে নির্দিষ্ট জায়গায় এই বিজ্ঞপ্তি টাঙিয়ে দিতে হবে। যাতে সাধারণ মানুষের সেই বিক্ষপ্তি নজরে আসে।

আরও পড়ুন, ৪ঠা মে-র পর ধাপে ধাপে উঠুক লকডাউন, জানালেন মমতা

জানা গিয়েছে,  বেসরকারি হাসপাতালে করোনার চিকিৎসার খরচ ছাড়াও নমুনা পরীক্ষা, অ্যাম্বুলেন্সের ভাড়া এমনকি ওয়ার্ড পরিষ্কারের খরচ সবই সরকারের তরফে দেওয়া হবে। বাড়ি থেকে হাসপাতালে আসা এবং সুস্থ হয়ে বাড়ি ফেরা পর্যন্ত সরকারি হাসাপাতালের মতোই ওই সমস্ত বেসরকারি হাসপাতালে চিকিৎসা করালে কোনও খরচ করতে হবে না করোনা আক্রান্তদের। সব খরচই দেবে রাজ্য় সরকার।

 

 

 করোনা সচেতনতায় মৌলালি ও বেহালায় মুখ্যমন্ত্রী, লকডাউন সফলে এলাকাবাসীকে ধন্যবাদও জানিয়েছেন তিনি

  মেডিক্যালের ছোঁওয়া মানিকতলায়, করোনা আক্রান্তের সংস্পর্শে আসায় দমকল কেন্দ্রের ৩২ কর্মী কোয়রান্টিনে

বাড়ছে করোনা আক্রান্তের সংখ্য়া, মেডিক্য়ালে চিকিৎসক ও সংক্রামিত রোগী থেকে কোয়ারেন্টিনে অন্তত আরও ৪৫

সঙ্ঘাত শেষেও ঘরবন্দি, করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যসচিবকে চিঠি কেন্দ্রীয় প্রতিনিধি দলের

PREV
click me!

Recommended Stories

News Round Up: বাবরি মসজিদ নিয়ে মমতা-হুমায়ুন তরজা থেকে দেশজুড়ে ইন্ডিগো-র বিমান বিপর্যয়, সারাদিনের খবর এক ক্লিকে
Gulshan Colony Fire: SIR আবহের মাঝে এবার গুলশন কলোনিতে আগুন, আতঙ্কে গোটা এলাকা