আদ্রতা বেড়ে অস্বস্তি চরমে, বৃহস্পতিবার থেকে টানা ৪ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস

  •  বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে  বাংলায়  
  • বজ্রগর্ভ মেঘ হয়ে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা 
  • আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে
  •  উত্তরবঙ্গের ৫ জেলায় ২০০ মিমি পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা  

Ritam Talukder | Published : Jun 24, 2020 12:28 PM IST


বুধবার সারাদিন আদ্রতা বেড়ে কলকাতায় হাঁসফাঁস অবস্থা। এদিকে, আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে টানা রবিবার পর্যন্ত  ২০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাগুলিতে। বিকেল ৫ টা ৫৩ নাগাত এই মুহূর্তে কলকাতার তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। 

আরও পড়ুন, কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের

 হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার কলকাতায়  সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশী।  এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস।  বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৪ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৭১ শতাংশ। সোমবার কলকাতায়  সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.০ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।  এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.০ ডিগ্রি সেলসিয়াস।  যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বাধিক ৯৫ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ন্যূনতম ৮০ শতাংশ। রবিবার কলকাতায়  সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।  এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস।  যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বাধিক ৯৫ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ন্যূনতম ৭৬ শতাংশ।   গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে  ২.৫ মিমি।

আরও পড়ুন, 'নেশাগ্রস্ত' অবস্থায় রেড রোডে ঘুরছেন অর্ধনগ্ন তরুণী, চরম অস্বস্তির মুখে কলকাতা পুলিশ

আবহাওয়া দফতর জানিয়েছে, ওড়িশায় ঘূর্ণাবর্ত। রাজস্থান থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে। বজ্রগর্ভ মেঘ হয়ে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস সূত্রে খবর,  আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ,আলিপুরদুয়ার ,জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টি মালদা ও দুই দিনাজপুরের বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার থেকে টানা রবিবার পর্যন্ত  ২০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ। বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টি হালকা থেকে মাঝারি। শুক্রবার থেকে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। রবিবার মুর্শিদাবাদ, বীরভূমে ভারী বৃষ্টি।
 

 

 কলকাতায় একদিনে চিহ্নিত প্রায় ২০০ বাড়ি, কনটেইনমেন্ট জোন বৃদ্ধির কারণ বললেন মুখ্যসচিব

 করোনা আক্রান্ত বেলুড়ের এক মহারাজ, মঠ খোলার দিন আপাতত অনিশ্চিত

করোনায় সুরক্ষাবিধি নিয়ে বিক্ষোভের জের, বদলি ১৩ পুলিশকর্মীর

করোনা আক্রান্ত নিজাম প্যালেসের এক সিবিআই আধিকারিক, স্যানিটাইজ করা হল পুরো অফিস

করোনা আবহে সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী-শাশুড়ির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসি

Share this article
click me!