নতুন করে কলকাতায় আরও বাসরুট খোলার সম্ভাবনা, ৪৯ রুটে মিলতে পারে পরিষেবা

  • এবার নতুন করে কলকাতা ও শহরতলিতে আরও ৪৯টি বাস রুট চালু করতে চায় রাজ্য  
  • নবান্ন চাইছে নদিয়া, হুগলি ও দুই ২৪ পরগণার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে 
  • উল্লেখ্য় রাজ্য়ে সকাল সাতটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত পরিষেবা দিচ্ছে সরকারি বাস 
  • নিয়ম মেনেই সামাজিক দূরত্ব বজায় রাখতে বাসে ২০ জনের বেশি যাত্রী নেওয়া হচ্ছে না 

Ritam Talukder | Published : May 25, 2020 10:20 AM IST

লকডাউনের চতুর্থ দফায় বেশ কিছু ক্ষেত্রে ছাড় দিয়েছে কেন্দ্র। বিশেষ করে সরকারি ও বেসরকারি অফিস খোলার অনুমতি দিয়েছে সরকার। স্বাস্থ্য় বিধি মেনেই চলেছে সমস্ত পরিবহণ পরিষেবা। সামাজিক দূরত্ব বজায় রাখতে বাসে ২০ জনের বেশি যাত্রী নেওয়াও হচ্ছে না। তবে এবার নতুন করে  কলকাতা ও শহরতলির মধ্যে আরও ৪৯টি বাস রুট চালু করতে চায় রাজ্য। 

আরও পড়ুন, 'বাড়িতেই হোক ইদ পালন-আমরা এই চ্যালেঞ্জ জিতবই', শুভেচ্ছা জানিয়ে টুইট মমতার

প্রসঙ্গত,ভাড়া বাড়ানোর দাবি না মেনে নেওয়ায় রাজ্য়ে চালু করতে হয়নি বেসরকারি বাস সংগঠন। যার জেরে রাজ্য়ে পরিবহণ পরিষেবা না পেয়ে সমস্য়া পড়েছেন অনেকেই।  এই সমস্য়ার সমাধান করতেই এখন ৪৯টি বাস রুট চালু করতে চায় রাজ্য। এই তালিকায় রয়েছে কলকাতা ও আশেপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রুট। নবান্ন চাইছে নদিয়া, হুগলি ও দুই ২৪ পরগণার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে। যাতে এই জেলার বাসিন্দারা নিয়মিত কর্মস্থলে যাতায়াত করতে পারেন। তাই দিনকয়েকের মধ্যেই বাসের সংখ্যা ও রুট বাড়ানোর উদ্যোগ নিয়েছে রাজ্য পরিবহণ নিগম।

আরও পড়ুন, কলকাতা মেডিক্য়ালের বড়সড় সাফল্য, সোমবার সুস্থ হয়ে বাড়ি ফিরছে ৬০ করোনা মুক্ত রোগী

বর্তমানে সকাল সাতটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত বাস পরিষেবা দিচ্ছে এই সরকারি সংস্থা। আধঘন্টা অন্তর পাওয়া যাচ্ছে পরিষেবা। জানা গিয়েছে, এই সংযোজিত রুটগুলিতে ২৫০ টি বাস নামনো হবে। তবে সবগুলিই নন-এসি বাস চালানো হবে। স্বাস্থ্যবিধি মেনে ২০ জন করেই যাত্রী তোলা হবে। খুব শীঘ্রই রুটগুলি ঘোষণা করবে রাজ্য পরিবহণ নিগম। উল্লেখ্য়, কলকাতার নির্দিষ্টি কয়েকটি এলাকায় অ্যাপ ক্যাব ও হলুদ ট্যাক্সি পরিষেবা চালুর অনুমতি দিয়েছে রাজ্য সরকার।

 

 রাজ্য়ে একদিনে সর্বোচ্চ সংক্রমণ, করোনা আক্রান্তের সংখ্য়া ছাড়াল ২০০

দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসিস্ট্যান্ট

কোভিড হাসপাতালে স্বাভাবিক মৃত্য়ুতেও পরিবার চাইলে সৎকার করবে কলকাতা পৌরসভা, জানালেন ফিরহাদ

 রোগী ফেলে পালাতে পারল না অ্যাম্বুল্যান্স, পিপিই পরা স্বাস্থ্য়কর্মীদেরকে তীব্র প্রতিবাদ নাকতলাবাসীর

Share this article
click me!