খাবার পর ফল খেলে হতে পারে ক্ষতি, তেমনই গোটা ফলে মিলবে উপকার, সুস্থ থাকতে এই তিন উপায় মেনে ফল খান

Published : May 17, 2023, 07:42 AM IST
fruits

সংক্ষিপ্ত

সঠিক উপকার পেতে সঠিক নিয়ম মেনে ফল খান। আজ রইল বিশেষ কয় উপায়ের হদিশ। এই নিয়ম মেনে ফল খেলে মিলবে উপকার।

সুস্থ থাকতে নিয়মিত একটি করে মরশুমি ফল খাওয়া প্রয়োজন। বিশেষ করে গরমের বাজার ভরে গিয়েছে নানান ফলে। আম, তরমুজ, লিচু থেকে শুরু করে বাজার ভরে গিয়েছে নানান রকম ফলে। এই সময় স্বাদের কারণে হোক কিংবা সুস্থ থাকতে সকলেই ফল খেয়ে থাকেন। তবে, সঠিক উপকার পেতে সঠিক নিয়ম মেনে ফল খান। আজ রইল বিশেষ কয় উপায়ের হদিশ। এই নিয়ম মেনে ফল খেলে মিলবে উপকার।

গোটা ফল খাওয়ার চেষ্টা করুন। অনেকে ফল দিয়ে জুস তৈরি করেন। কিংবা ফল দিয়ে স্মুদি তৈরি করে খান। এর থেকে মিলবে উপকার। রোজ গোটা ফল খান। যা স্বাস্থ্যের জন্য উপকারী। এতে পুরো পুষ্টিগুণ শরীরে প্রবেশ করবে। নিয়ম করে ফল খান। গোটা ফল খেলে মিলবে উপকার।

ফল খাবার আগে বাদাম খান। বাদাম হল স্বাস্থ্যকর চর্বির উৎস। নিয়ম করে ফল খাওয়ার আগে বাদাম খান। এটি রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করে। ভারসাম্য বজায় রাখে। স্বাস্থ্যের উন্নতি করতে চাইলে বাদাম খান। এতে মিলবে উপকার। ফল খাওয়ার আগে চর্বি খেলে শরীর থাকবে সুস্থ। নিয়ম করে ফল খান। আর বিশেষ উপকার পেতে এই নিয়ম মেনে ফল খেলে মিলবে উপকার।

খাবার পর ফল খাবেন না। এই ভুল আমরা অধিকাংশ করে থাকি। খাবার খাওয়ার পর ফল খেলে অ্যাসিডিটির সমস্যা হতে পারে। তাই সুস্থ থাকতে চাইলে এই নিয়ম মেনে ফল খান।

সব ফলের খোসার ফেলে দেবেন না। বিশেষ করে আপেলের খোসা ফেলে দিয়ে থাকেন অনেকে। তা করবেন না। এতে রয়েছে পুষ্টিগুণ। তেমনই এমন একাধিক ফল আছে যা খোসা না ছাড়িয়ে খোসা সমেত খান। এতে মিলবে উপকার।

ফলে রয়েছে, ভিটামিন, মিনারেল, ফাইবারের মতো উপকারী উপাদান। রোজ উপকারী ফল খান। ফলে রয়েছে নানান উপকারী উপাদান। প্রতিদিন একটি করে ফল খান। এটি স্বাস্থ্যের উন্নতি ঘটাবে। দূর করে নানান জটিলতা। শরীর রাখে সুস্থ। একাধিক রোগের সঙ্গে লড়াই করতে সাহায্য করে । তাই এবার থেকে এই উপায় ফল খান। তেমনই ফল খাওয়ার আগে তা ভালো করে ধুয়ে নিন। এতে মিলবে উপকার। দূর হবে নানান জটিলতা। সঙ্গে নিয়মিত ফল খান এই বিশেষ পদ্ধতি মেনে, এতে মিলবে উপকার।

 

আরও পড়ুন

Fitness Tips: দিনে গুণে গুণে এই ক'পা হাটুন, ঝুঁকি কমবে রোগের- রইল হাঁটার নিয়ম

গরমকালে প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে এই চারটি জিনিস, চুল হবে নরম ও ঝলমলে

Blood pressure: গরমে খাদ্যতালিকায় যোগ করুন এই কয়টি ফল, নিয়ন্ত্রণে থাকবে ব্লাড প্রেসার

PREV
click me!

Recommended Stories

এই কয়টি বিশেষ খাবারের গুণে দূর হবে পিরিয়ডসের ব্যথা, রইল সুস্থ থাকার জরুরি টোটকা
হার্ট অ্যাটাকের সময় তিনটি ওষুধ বাঁচাতে পারে আপনার জীবন, জেনে নিন বিশেষজ্ঞদের মত