সময় থাকতে শুরু করুন চিকিৎসা, মেয়েরা ভুলেও এই কয়টি রোগ অবহেলা করবেন না, হতে পারে বিপদ

Published : Nov 25, 2022, 03:16 PM IST
stress

সংক্ষিপ্ত

রইল বিশেষ টিপস। মেয়েরা ভুলেও এই কয়টি সমস্যা উপেক্ষা করবেন না। সময় থাকতে এই সকল রোগের ট্রিটমেন্ট করান। তা না হলে বাড়তে পারে জটিলতা। দেখে নিন কী কী।

শারীরিক জটিলতা লেগেই আছে। অল্প বয়সে দেখা দেয় ডায়াবেটিস, থাইরয়েড, হার্টের রোগ থেকে শুরু করে কিডনির সমস্যা। এর সঙ্গে রয়েছে হাজারটা গাইনো সমস্যা। আজ টিপস রইল মেয়েদের জন্য। মেয়েরা অল্প বয়সে নানান শারীরিক সমস্যায় ভুগে থাকেন। পিরিয়ডস সংক্রান্ত সমস্যা তো আছেই, এর সঙ্গে দেখা দেয় নানান শারীরিক জটিলতা। আজ রইল বিশেষ টিপস। মেয়েরা ভুলেও এই কয়টি সমস্যা উপেক্ষা করবেন না। সময় থাকতে এই সকল রোগের ট্রিটমেন্ট করান। তা না হলে বাড়তে পারে জটিলতা। দেখে নিন কী কী।

হাড়ের ক্ষয়ের সমস্যায় ভুগে থাকেন অনেকে। অধিকাংশ মহিলা ৩০ এর পর হাড়ের ক্ষয়ের সমস্যা। এই সমস্যায় প্রায় সকলেই ভোগেন। বোন ডেনসিটি কম হয়ে যেতে থাকে। তাই খাদ্যাতালিকায় রাখুন ক্যালসিয়াম। এতে হাড়ের সমস্যা থেকে মিলবে মুক্তি। তাই শরীরে কোনও জটিলতা দেখা দিলে সতর্ক হন। সুস্থ থাকতে মেনে চলুন এই সকল টিপস। বারে বারে ক্লান্তি বোধ দেখা দিতে কিংবা পেশির ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নিন। যে কোনও রোগ সময় মতো ধরা পড়লে তা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

বহু মহিলার স্তন ক্যান্সারে ভুগে থাকেন। এই সমস্যা সময় থাকতে ধরা না পড়তে তা মারাত্মক আকার নিতে পারেন। তাই কোনও মহিলা যদি স্তনে কোনও রকম সমস্যা অনুভব করে থাকেন তাহলে চিকিৎসকের সঙ্গে কথা বলুন। সময় থাকলে রোগ ধরা পড়লে তা থেকে সহজে মিলবে মুক্তি।

তেমনই ডায়াবেটিসে আক্রান্ত হন বহু মহিলা। সংসারের চাপ সামলাতে গিয়ে অনেক মহিলা নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে ভুলে যান। এই কারণে অজান্তে শরীরে বাঁধে নানান রোগ। অজান্তে ডায়াবেটিসে আক্রান্ত হন অনেকে। এই সমস্যা থেকে মুক্তি পেতে জীবনযাত্রায় পরিবর্তন আনুন। স্বাস্থ্যকর খাবার খান। সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন। এতে মিলবে উপকার।

উচ্চ রক্তচাপের সমস্যা কখনও উপেক্ষা করবেন না। অনেক মহিলা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগে থাকেন। সময় থাকতে চিকিৎসা না করালে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বেড়ে যাবে। ঠিকঠাক ডায়েট ও ব্যায়াম ও সঠিক সময় ওষুধ থেকে এর থেকে মুক্তি পেতে পারেন।

বর্তমানে বহু মহিলা হার্টের রোগে ভুগছেন। বুক ধরপড়ানি ভাব দেখা দিলে চিকিৎসকের পরমার্শ নিন। সময় থাকতে চিকিৎসা করলে সুস্থ হয়ে ওঠা সম্ভব।

 

আরও পড়ুন-

ব্যবহার করুন এই সকল তেলের মধ্যে একটি, খুশকির সঙ্গে দূর হবে স্ক্যাল্পে চুলকানি ভাব, দেখে নিন কীভাবে

শীতে ত্বক উজ্জ্বল হবে বিটের গুণে, এই দুই উপায় ব্যবহার করুন বিট, দ্রুত মিলবে উপকার

দিন শুরু করেন কফি কাপে চুমুক দিয়ে? জেনে নিন কত বড় ক্ষতি করছেন নিজের

PREV
click me!

Recommended Stories

গোটা আমলকি নাকি আমলকির রস কোনটি খাওয়া সবচেয়ে বেশি উপকারী জানুন!
স্বাস্থ্য টিপস: শীতে হার্ট অ্যাটাক বেড়ে যাওয়ার ৪টি কারণ, জেনে নিন বিস্তারিত