ত্বকে ওপেন পোরস, ওনলার্জ পোরসের সমস্যায় ভুগছেন অনেকেই। এই সকল সমস্যা সব সময়ই সৌন্দর্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। সমস্যা থেকে মুক্তি পেতে এবার মেনে চলুন ঘরোয়া টোটকা। রইল ঘরে তৈরি ৫টি উপকরণে হদিশ। এই পাঁচটি উপকরণ দিয়ে ত্বকের যত্ন নিন। মুহূর্তে দূর হবে ত্বকের পোরস সংক্রান্ত একাধিক সমস্যা।
ত্বক নিয়ে হাজারটা সমস্যা লেগেই থাকে। ব্রণ, কালো প্যাচ তো আছেই, এর সঙ্গে চুলকানি ও লালচে ভাব দেখা দেয় মাঝে মাঝে। আর এই সকল সমস্যার মধ্যে উপরি পাওনা বলতে ওপেন পোরস। ত্বকে ওপেন পোরস, ওনলার্জ পোরসের সমস্যায় ভুগছেন অনেকেই। এই সকল সমস্যা সব সময়ই সৌন্দর্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। সমস্যা থেকে মুক্তি পেতে এবার মেনে চলুন ঘরোয়া টোটকা। রইল ঘরে তৈরি ৫টি উপকরণে হদিশ। এই পাঁচটি উপকরণ দিয়ে ত্বকের যত্ন নিন। মুহূর্তে দূর হবে ত্বকের পোরস সংক্রান্ত একাধিক সমস্যা।
ওপেন পোরসের সমস্যা দূর করতে টমেটো বেশ উপকারী। একটি টমেটো কেটে ভিতরের জেলির মতো অংশ বের করে নিন। এবার হাতে করে এই জেলি ত্বকে লাগান। ভালো করে মাসাজ করুন। ২০ মিনিট রেখে ধুয়ে নিন। এতে ত্বকের ওপেন পোরসের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
অ্যালোভেরা জেল ব্যবহা করতে পারেন ওপেন পোরসের সমস্যা থেকে মুক্তি পেতে। একটি অ্যালোভেরা গাছের পাতা কেটে জেলি বের করে নিন। তা ত্বকের লাগান। হালকা হাতে মাসাজ করুন। ১৫ থেকে ২০ মিনিট রেখে মুখ ধুয়ে নিন। মুহূর্তে দূর হবে ওপেন পোরসের সমস্যা।
ডিমের সাদা অংশ ওপেন পোরসের সমস্যা দূর করতে বেশ উপকারী। একটি পাত্রে ডিমের সাদা অংশ নিন। তা ভালো করে ফেটিয়ে নিন। এবার এই মিশ্রণ ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। এতে দূর হবে সমস্যা।
অ্যাপেল সিডার ভিনিগার লাগাতে পারেন এই সমস্যা থেকে মুক্তি পেতে। একটি পাত্রে অ্যাপেল সিডার ভিনিগার নিয়ে তাত সামান্য জল মেশান। ভালো করে মিশিয়ে নিন। তা তুলোয় করে মুখে লাগান কিছুক্ষণ রেখে ধুয়ে নিন। ওপেন পোরসের সমস্যা থাকলে বেশ উপকার পাবেন।
শসা লাগাতে পারেন ওপেন পোরসের সমস্যা থেকে মুক্তি পেতে। একটি শসা কেটে তা ব্লেন্ড কর নিন। এবার এই রস ত্বকে লাগান। ১৫ থেকে ২০ মিনিট মাসাজ করুন। কিছুক্ষণ পর ধুয়ে নিন। এতে একদিকে যেমন ওপেন পোরসের সমস্যা দূর হবে তেমনই ত্বক হাইড্রেট হবে। এমনকী, দূর হবে ট্যানের সমস্যা। ত্বকে একাধিক সমস্যা থেকে মুক্তি পেতে লাগাতে পারেন এই শসার রস। তাই যারা ওপেন পোরসের সমস্যায় ভুগছেন তারা এবার মেনে চলুন ঘরোয়া টোটকা। এই পাঁচ উপায় সমস্যা থেকে মুক্তি মিলবে।
আরও পড়ুন- সঠিক ডায়েট মেনে কমবে ওজন, রইল একাধিক ডায়েটের হদিশ, দেখে নিন কোনটা উপযুক্ত
আরও পড়ুন- ইউরিন ইনফেকশনের কারণে বাড়ছে হতাশা ও উদ্বেগ, গবেষণায় উঠে এল নয়া তথ্য