আজকাল হার্ট ব্লকেজের ঘটনা বাড়ছে। করোনারি ধমনী দিয়ে হৃৎপিণ্ডে রক্ত যায়। এতে কোলেস্টেরল জমলে রক্ত প্রবাহে বাধা সৃষ্টি হয়। আগে এটি বয়স্কদের মধ্যে দেখা গেলেও এখন তরুণদের মধ্যেও বাড়ছে। ডায়াবেটিস, কোলেস্টেরল এবং উচ্চ রক্তচাপ ব্লকেজের ঝুঁকি বাড়ায়।
27
কোলেস্টেরল জমে গেলে হৃৎপিণ্ড সঠিকভাবে রক্ত পাম্প করতে পারে না
যখন কোলেস্টেরল জমে, হৃৎপিণ্ড সঠিকভাবে রক্ত পাম্প করতে সংগ্রাম করে। ফলে শরীরে অক্সিজেন কম পৌঁছায়। এর ফলে এমন কিছু উপসর্গ দেখা দেয় যা সবসময় হৃৎপিণ্ডের সাথে সম্পর্কিত বলে মনে হয় না।
37
সিঁড়ি বেয়ে ওঠার সময় বা অল্প হাঁটলেই শ্বাসকষ্ট হওয়া
শ্বাসকষ্ট হার্ট ব্লকেজের একটি অন্যতম প্রথম লক্ষণ। অল্প সিঁড়ি বেয়ে উঠলে বা অল্প দূরত্ব হাঁটলেই শ্বাসকষ্ট হওয়া রক্ত প্রবাহ কমে যাওয়ার ইঙ্গিত দেয়।