বিদ্যুৎ বিল নিয়ে সম্প্রতি অনেক সাধারণ মানুষেরই মাথায় হাত পড়েছে। মাত্রা ছাড়ায়ি যাচ্ছে বিদ্যুৎ বিলের টাকার অঙ্ক। এই অবস্থায় রইল কতগুলি সহজ নিময় যা বিদ্যুৎ বিল কমাতে আপনাকে সাহায্য করবে। ৪০০০ টাকার টাকার বিদ্যুৎ বিল নেমে আসবে ৪০০তে। এক নজরে দেখুন সেই সহজ টিপস।
25
সবথেকে বেশি বিদ্যুৎ খচর হয়ঃ
প্রথমেই জেনে নিন সবথেকে বেশি বিদ্যুৎ খরচ হয় কোন কোন যন্ত্রগুলিতে। তাহলে সেগুলি ব্যবহার কমাতে হবে। প্রথমেই রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র বা এসি। দিনে ৮-১০ ঘণ্টা এসি চালালেই বিদ্যুৎ বিল ৪০% পর্যন্ত বাড়তে পারে। দ্বিতীয় স্থানেই রয়েছে গিজার। তবে এগুলি ৫ স্টার রেটিং দেওয়া হলে খরচ কিছুটা কমে।
35
পুরনো বিদ্যুতিন সামগ্রি
সাধারণত পুরনো ইলেকট্রিকাল সামগ্রীতে বিদ্যুতের খরচ বেশি হয়। পুরনো ফ্রিজ, মাইক্রোওভেন থাকলে তা বদলে ফেলা জরুরি। পুরনো ফ্রিজের কারণে মাসে ১০-১৫ শতাংশ বেশি বিদ্যুৎ খরচ হয়। ফ্রিজ যদি বেশি সময় খুলে রাখা হয় তাহলেও কিন্তু বিদ্যুতের খবর বেশি হয়।
বাড়িতে বিদ্যুৎতের খবর কমাতে ব্যবহার করুন LED। LED বাল্ব বা টিউবের আলো যেমন উজ্জ্বল হয় তেমনই খরচ কমায়। অন্যদিকে অযথা ঘরের লাইট ফ্য়ান জ্বালিয়ে রাখার জন্য়ও বিদ্যুতের বিল বেশি আসে। তাই প্রথম থেকেই এই বিষয়ে সচেতন হওয়া জরুরি। প্রয়োজন ছাড়া আলো বা পাখার ব্যবহার করবেন না। দিনের বেলা আলোর ব্যবহার যাতে করতে না হয় তাই ঘরের জানলা দরজা খোলা রাখুন।
55
সৌর শক্তির ব্যবহার
বিদ্যুতের বিল কমাতে সৌর শক্তির ব্যবহার বাড়ান। এতে একবারের খচর হয়। মাসে মাসে খরচের কোনও বালাই নেই। কেন্দ্রীয় সরকার বর্তমানে সৌর শক্তির ব্যবহার বাড়াতে জোর দিচ্ছে। প্রচুর টাকা ভর্তুকিও দিচ্ছে। তাই সৌর শক্তির ব্যবহার বাড়ালে বিদ্যুতের বিল অনেকটাই কমে যাবে।