১৬টি ভাষায় সম্প্রচারিত হবে সদগুরু ইশা ফাউন্ডেশনের শিবরাত্রিরের অনুষ্ঠান, ১২ ঘন্টা চলবে এই উৎসব

এবছর ১৮ ফেব্রুয়ারি পালিত হবে শিবরাত্রি। শিবরাত্রি ভগবান শিবকের উৎসর্গ করা হয়। আদি গুরু হিসেবে পরিচিত মহাদেব। এই দিন নিষ্ঠাভাবে তার আরাধনা করলে মুক্তি মেলে জীবনের সকল জটিলতা থাকে।

বাঙালির বারো মাসে তেরো পার্বন। এই পার্বনের অন্যতম শিবরাত্রি। এবছর ১৮ ফেব্রুয়ারি পালিত হবে শিবরাত্রি। শিবরাত্রি ভগবান শিবকের উৎসর্গ করা হয়। আদি গুরু হিসেবে পরিচিত মহাদেব। এই দিন নিষ্ঠাভাবে তার আরাধনা করলে মুক্তি মেলে জীবনের সকল জটিলতা থাকে। এই বিশেষ তিথিতে, ভগবান শিব ও দেবী দুর্গার পুজো করা হয়। উপবাস করে শিবের মাথায় জল ঢালার রীতি প্রচালিত আছে এই উৎসব ঘিরে।

এবছর এই শিবরাত্রি পালন উপলক্ষ্যে বিশেষ উদ্যেগ নিল সদগুরু ইশা ফাউন্ডেশন। গত কয়েকবছর ধরে এই সংস্থা শিবরাত্রি পালনের জন্য বিশেষ উদ্যোগ নিয়ে থাকে। সদগুরু প্রার্থনা করা, ভগবান শিবের উপসনা করা ও এর সঙ্গে নাচ, গান ও যোগার আয়োজন করা হয়।

Latest Videos

এই বছরও এমনই এক চমকপ্রদ আয়োজন করেছে সদগুরু ইশা ফাউন্ডেশন। সারা রাতব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠিত হবে ইশা মহাশিবরাত্রি ২০২৩। ১৬টি ভাষায় অনলাইনে সরাসরি সম্প্রচার হবে এই অনুষ্ঠান। এটি ভারতের প্রধান টেলিভিশন নেটওয়ার্কগুলোতে ইংরেজি, তামিল, হিন্দি, তেলেগু, কন্নড়, মারাঠি-সহ অন্যান্য ভাষায় সম্প্রচার হবে। মহাশিবরাত্রির গুরুত্ব ব্যাখ্যা করে সদগুরু বলেছেন, ‘মহাশিবরাত্রি কোনও ধর্ম বা বিশ্বাসের বিষয় নয়। এটি এমন একটি রাত যেখানে গ্রহের অবস্থানের কারণে মানবতন্ত্রের শক্তি স্বাভাবিকভাবেই বেড়ে যায়।’ মহাশিবরাত্রি উদযাপন কোয়েম্বাটোরে অবস্থিত ইশা যোগ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। চাইলে এখানে যে কেউ অংশ নিতে পারবেন। নদীর নাম দিয়ে টিকিট ভাগ করা হয়েছে। গঙ্গা টিকিটের দাম ৫০,০০০ টাকা। যমুনা ২৫,০০০ টাকা। মহানদী ১০,০০০ টাকা। নর্মদা ৫,০০০ টাকা। ব্রক্ষ্মপুত্র ২৫০০ টাকা। গোদাবরী ১০০০ টাকা। কেবেরী ৫০০ টাকা। তাপি ২৫০ চাকা। তামিরাপারানি টিকিট মিলবে বিনামূল্যে। টিকিটের ওপর নির্ভর আপনি কোন স্থানে বসায় জায়গা পাবেন।

গত বছরও এমন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। জানা যায়, গত বছর ১৭০টি দেশের ১০০ মিলিয়নের বেশি দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছিল এই অনুষ্ঠানটি। ১২ ঘন্টা চলেছিল অনুষ্ঠান। গত বছর ১ মার্চ সন্ধ্যা ৬টায় অনুষ্ঠান শুরু হয় ও শেষ হয় পরের দিন ভোর ছটায়। এবছর শিবরাত্রিরে আয়োজিন এই বিশেষ অনুষ্ঠান ঘিরে দর্শকদের রয়েছে উন্মাদনা। এবর ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় শুরু হবে অনু্ষ্ঠান। চলবে পরের দিন অর্থাৎ ১৯ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত। প্রতি বছর এধীর অপেক্ষায় থাকেন সকলে। 

 

আরও পড়ুন

সহবাসের সময় এড়িয়ে চলুন এই জিনিসগুলি, অজান্তেই ঘটে যেতে পারে বড় বিপদ

আশ্চর্যজনক, ভালোবাসা দিবসে গোলাপের বদলে কনডম কিনছে মানুষ, বিক্রি বেড়েছে ৩০ শতাংশ

উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণ করবে এই বিশেষ তেল, জেনে নিন কীভাবে ব্যবহার করবেন

 

 

Share this article
click me!

Latest Videos

খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ