গ্রামে শিশুদের নাভির কর্ড দিয়ে তাবিজ বানিয়ে পরানো হত। নবজাতকদের হলুদ গুঁড়ো লাগানো হত। এগুলো এমনি এমনি করা হত না। এর পেছনে বিশেষ কারণ ছিল। হলুদ শিশুর শরীরকে ঠান্ডা রাখে। এটাকে ছোট ছোট টুকরো করে শিশুর কোমরে, হাতে তাবিজের মতো বেঁধে দিলে খিঁচুনি রোগ প্রতিরোধ করা যায় বলে পূর্বপুরুষদের বিশ্বাস ছিল। বুক জ্বালা, বদহজম, পেট ফাঁপা, পেট ফুলে যাওয়া, ডায়রিয়া ইত্যাদি সমস্যা প্রতিরোধে হলুদ উপকারী। ঠিক তেমনি শিশুর নাভির কর্ড দিয়ে তাবিজ বানানো হত। এই পোস্টে নাভির কর্ড তাবিজ সম্পর্কে বিস্তারিত জানুন।