বাড়িতেই বানিয়ে নিন এই ম্যাজিক সেরাম, রুক্ষ ত্বক-কে বিদায় জানান চিরতরে

  • মরশুম বদলের এই সময় ত্বক ধীরে ধীরে হয়ে আসে নিষ্প্রাণ ও রুক্ষ
  • শীত আসার আগে থেকেই যত্ন নেওয়া উচিৎ ত্বকের
  • বিশেষ করে যারা শুষ্ক ত্বকের সমস্যায় ভোগেন
  • এই সময় প্রয়োজন ত্বকের বিশেষ যত্নের
     

deblina dey | Published : Oct 20, 2019 6:30 AM IST

মরশুম বদলের এই সময় ত্বক ধীরে ধীরে হয়ে আসে নিষ্প্রাণ ও রুক্ষ। তাই শীত আসার আগে থেকেই যত্ন নেওয়া উচিৎ ত্বকের। বিশেষ করে যারা শুষ্ক ত্বকের সমস্যায় ভোগেন। এই সময় থেকেই ত্বকের যত্ন না নিলে ত্বক উজ্জ্বলতা হারিয়ে কালো হয়ে আসতে থাকে। তাই এই সময় প্রয়োজন ত্বকের বিশেষ যত্নের। তাই বাজার চলতি প্রচুর কসমেটিক্স প্রোডাক্ট রয়েছে যা ত্বকের এই সমস্যা দবর করতে সাহায্য করে। পাশাপাশি এই প্রোডাক্টগুলির রয়েছে ক্যামিক্যাল রিয়াক্সনও। তাই ত্বকের বিশেষ যত্ন নিতে বাড়িতেই বানিয়ে নিন এই সেরাম। যা কাজ করবে ম্যাজিকের মত। এই সেরাম ব্যবহার করলে আপনার ত্বক থাকবে মসৃণ ও উজ্জ্বল। যাদের শুষ্ক ত্বক বা ড্রাই স্কিনের সমস্যা আছে তারা অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন এই ম্যাজিক সেরাম।

আরও পড়ুন- হেডফোন ব্যবহার করেন, তবে জেনে নিন অজান্তেই কি ক্ষতি করছেন নিজের

এই ম্যাজিক সেরাম বানাতে লাগবে-

৩ টেবল চামচ পিওর গ্লিসারিন
১ চা চামচ গোলাপ জল
২ টেবল চামচ পাতি লেবুর রস
২ টো ভিটামিন ই ক্যাপসুল
১ টি এয়ার টাইট কন্টেনার

আরও পড়ুন- চুল পড়ার সমস্যা থেকে মুক্তি পান সাতদিনে, ব্যবহার করুন এই সহজলভ্য উপাদানটি

আরও পড়ুন- এই দীপাবলি-তে মাত্র ১০১ টাকাতেই হাতে আসবে নতুন স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত

যে ভাবে ব্যবহার করবেন

গ্লিসারিন, গোলাপ জল, ভিটামিন ই ক্যাপসুল ও পাতি লেবুর রস একসঙ্গে ভালো করে মিশিয়ে এয়ার টাইট কন্টেনারে ভরে রেখে দিন। 
এই সেরাম আপনি ১-২ সপ্তাহ অবধি ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন। 
প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে ভালো করে মুখে ম্যাসাজ করে নিয়ে, পরদিন সকালে উঠে মুখ ধুয়ে ফেলুন।
মেপআপ তোলার পর এই সেরাম ব্যবহার করতে পারেন, তাতে ত্বক খুব রিফ্রেস থাকে। তফাৎটা নিজেই বুঝতে পারবেন।

Share this article
click me!