প্রেমিকার মানভঞ্জনের কয়েকটি সহজ উপায়

Indrani Mukherjee |  
Published : Jun 11, 2019, 07:21 PM ISTUpdated : Jun 12, 2019, 09:58 AM IST
প্রেমিকার মানভঞ্জনের কয়েকটি সহজ উপায়

সংক্ষিপ্ত

প্রেমিকার সঙ্গে ফোন করে কথা বলে ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে পারেন যতটা সম্ভব ঠান্ডা মাথায় তাঁকে বোঝানোর চেষ্টা করুন তাঁকে কোনও মজার কথা বলে হাসানোর চেষ্টা করুন কারওর রাগ ভাঙাতে উপহার খুব ভাল কাজ দেয়

রাগ-অভিমান যেকোনও সম্পর্কের মধ্যেই থাকবে।  আর আপনার কাছের মানুষের রাগ হবে বা অভিমান হবে একথা খুবই স্বাভাবিক। তবে মনের মানুষটির রাগ বা মন খারাপ যাই হয়ে থাক না কেন, তা ভাঙার কাজটি কিন্ত্ু আপনাকেই করতে হবে। তবে এর জন্য কিছু নির্দিষ্ট নীতি মেনে চললেই প্রেমিকার মন খুব সহজেই ভাল হয়ে যেতে পারে। প্রথমত বলা ভাল ভুল বোঝাবুঝি বা কথা কাটাকাটি থেকে রাগের সূত্রপাত হতে পারে। এই রাগ ভাঙানোর কয়েকটি সহজ উপায় রয়েছে যেগুলি মেনে চললে প্রেমিকার রাগও ভাঙবে এবং সম্পর্কেও কোনও ভাঙন ধরবে না। 

ত্বক ও স্বাস্থ্যের যত্নে হাতে তুলে নিন এক গ্লাস ডাবের জল

  • প্রেমিকার সঙ্গে ফোন করে কথা বলে ভুল বোঝাবুঝি মিটিয়ে নিেত পােরন। যতটা সম্ভব ঠান্ডা মাথায় তাঁকে বোঝানোর চেষ্টা করুন। 
  • তাঁকে কোনও মজার কথা বলে হাসানোর চেষ্টা করুন। মনে রাখবেন প্রাণ খোলা হাসিই পারে সমস্ত রাগ-অভিমানকে ভেঙে দিতে।
  • নিজে কোনও ভুল করে থাকলে তা স্বীকার করুন। অযথা তর্ক করলে আপনার সঙ্গে তাঁর সম্পর্ক আরও জটিল হয়ে যেতে পারে। 
  • কারওর রাগ ভাঙাতে উপহার খুব ভাল কাজ দেয়। সে যে জিনিসটাই পছন্দ করে, সেটাই উপহার হিসাবে দিতে পারেন।সেটি হতে পারে ফুল, চকোলেট উপহারের তালিকায় রাখুন।
  • আপনি কতখানি রোমান্টিক তা প্রমাণ করার এটাই আদর্শ সময়। রেগে না গিয়ে প্রেমিকার সঙ্গে কিছু রোমান্টিক কথা বলুন।
  • রাগ- অভিমান হলে কোনও তৃতীয় ব্যক্তিকে এর মধ্যে জড়াবেন না। কোনও বন্ধু বা সহকর্মীর সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা না করাই ভাল। কারণ তৃতীয় কারওর হস্তক্ষেপে পরিস্থিতি আরও জটিল হয়ে যেতে পারে। 
  • এইসবক্ষেত্রে বেড়াতে যাওয়া খুব ভাল একটা সমাধান হতে পারে।  সমস্ত সমস্যাকে পিছনে ফেলে রেখে হারিয়ে যান দূরে কোথাও। পাহাড় বা সমুদ্র যেখানেই যান না কেন দু'জনে মিলে একটা কোয়ালিটি সময় কাটানোর চেষ্টা করুন। 

PREV
click me!

Recommended Stories

কেন ঘড়ি মানেই বাঁ হাত? উত্তর লুকিয়ে আছে শরীরের স্বভাব আর শত বছরের ইতিহাসে
শীতে নানা রকম ডালিয়া পেতে প্রয়োজন গাছের সঠিক পুষ্টি, জানুন কোন খাবারে ফুটবে বাগান ভর্তি ডালিয়া