দর্শকই ভগবান, তাঁরাই পারেন ভালোবেসে একটি ধারাবাহিক কে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিতে, আবার তারাই পারেন এক নিমেষে সেই স্থান থেকে টেনে নামিয়ে আনতে। সপ্তাহ শেষে প্রিয় টেলি-পরিবার গুলোর সারা সপ্তাহের পারফরম্যান্স-এর রেজাল্ট বেরোনোর অপেক্ষায় থাকেন দর্শকেরা। প্রকাশিত হলো এই সপ্তাহের টিআরপি লিস্ট, চলুন জেনে নি জনপ্রিয়তার দৌড়ে কে এগিয়ে গেল এবং কে পিছিয়ে রইলো।