হিমাচল প্রদেশের ছোট শহর মান্ডির বাসিন্দা ছিলেন কঙ্গনা রনাওয়াত। মধ্যবিত্ত পরিবারের মেয়ে কঙ্গনা। কনসারভেটিভ বাবা চেয়েছিলেন মেয়ে ডাক্তার হবে। বাড়ির চাপে তেমনভাবে এগোতে গিয়েও মন আর রাজি হল না। ডাক্তার হওয়ার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না তাঁর। ছোট থেকেই 'ক্যুইন' হওয়ার স্বপ্ন। হাতছানি দিত লাইট, ক্যামেরা, অ্যাকশনের জগৎ। সময় নষ্ট না করেই হিমাচল থেকে চলে আসেন চন্ডীগড়। তারপর ধীরে ধীরে চন্ডীগড় থেকে দিল্লি, দিল্লি থেকে মুম্বই। নেই কোনও ফিল্মি মানুষজনের সঙ্গে চেনাশোনা। লাখ লাখ ছেলে-মেয়ে নিত্যদিন মুম্বই আসে অভিনেতা, অভিনেত্রী হওয়ার আশা।