রবিবার আইপিএল ২০২১ (IPL 2021)-এর ৩৯তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians)-কে ৫৪ রানে পরাজিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। সিএসকে-কেকেআর ম্য়াচের মতো রোমহর্ষক না হলেও, এই ম্যাচে দেখা গিয়েছে আরসিবি ফাস্ট বোলার হর্ষল প্যাটেলের (Harshal Patel) দুর্দান্ত হ্যাটট্রিক। চলতি আইপিএল মরসুমে এখনও পর্যন্ত তিনিই সর্বোচ্চ উইকেট শিকারী। আইপিএলের এই নয়া তারকার জন্ম গুজরাটে। ২০০৯ সাল থেকেই কিন্তু তিনি সিনিয়র পর্যায়ে ক্রিকেট খেলছেন। কিন্তু, একটা সময় ছিল যখন আইপিএল নিলামে কোনও দরই পেতেন না হর্ষল প্যাটেল। এমনকী, আরসিবি তাঁকে নিয়েও, ছেড়ে দিয়েছিল। সেখান থেকে আজ তিনি কীভাবে আরসিবির প্রধান বোলার হয়ে উঠলেন, আসুন জেনে নেওয়া যাক হর্ষল প্যাটেলের জিরো থেকে হিরো হওয়ার চমকপ্রদ কাহিনি -