• All
  • 4508 NEWS
  • 405 PHOTOS
  • 192 VIDEOS
5105 Stories by amartya lahiri

Victoria Memorial Live- জয়শ্রীরাম ধ্বনি, প্রধানমন্ত্রীর সামনে ক্ষোভ উগরে বক্তব্য বয়কট মমতার

Jan 23 2021, 08:44 AM IST

শেষবার তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল গত মার্চের শেষে। বাংলায় ঘূর্ণিঝড় আমফানের ধ্বংসলীলা পরিদর্শনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী। দীর্ঘ ১০ মাস পর শনিবার আবার একমঞ্চে দেখা যাবে নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্য়ায়কে। ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মদিন উপলক্ষ্যে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। বিকেলে ভিক্টোরিয়ায় মেমোরিয়াল হলে তাঁর সঙ্গে উপস্থিত থাকার কথা বাংলার মুখ্যমন্ত্রীরও। থাকবেন বিতর্কিত রাজ্যপাল জগদীপ ধনখরও। একুশের নির্বাচনের আগে নেতাজির উত্তরাধিকারও এখন রাজনৈতিক সুবিধা পাওয়ার বিষয়। তাই, ভিক্টোরিয়ার মঞ্চকে মোদী-মমতা, কে কতটা কাজে লগাতে পারলেন, সেই দিকেই নজর থাকবে সকলের। তবে প্রতিযোগিতাটা শুধু বিকেলে ভিক্টোরিয়ায় ন, একেবারে সাত-সকালে পাড়ায় পাড়ায় নেতাজির জন্মদিবস পালন-এর মধ্য দিয়েই শুরু হয়ে গিয়েছে। এই খবর এবং নির্বাচন সংক্রান্ত সকল খবররে সর্বশেষ আপডেট জানতে চোখ রাখুন এইখানে -

Top Stories