• All
  • 19661 NEWS
  • 1674 PHOTOS
  • 303 VIDEOS
21638 Stories by Asianet News Bangla

Janata Curfew Live- সফল হল জনতা কারফিউ, তালি বাজিয়ে স্বাগত জানাল দেশবাসী

Mar 22 2020, 07:24 AM IST

দেশ জুড়ে চলছে এখন জনতা কারফিউ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশে ভাষণে এই আহ্বান করেছিলেন। তাঁর যুক্তি ছিল যেহেতু রবিবার থেকে ভারতে আসা করোনাভাইরাস তার দ্বিতীয় ধাপে প্রবেশ করবে। এই সময় এই ভাইরাস আরও বেশি শক্তিশালী হয় এবং দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। সেই কারণে প্রধানমন্ত্রীর যুক্তি ছিল রবিবার যদি মানুষ একে-একে অপরের মেলা-মেশা নাা করেন, কোনও জমায়েত না করেন তাহলে ভালো। এর জন্য তিনি জনতা কারফিউ-এর ভাবনা-কে সামনে আনেন। অনেকটা বনধের সময়  স্বাভাবিক জীবনযাত্রায় যে অচলাবস্থা হয় তেমন একটা পরিস্থিতি। প্রধানমন্ত্রী জানিয়েছিলেন জনতা কারফিউ মানে মানুষ নিজেই নিজের উপরে কারফিউ বলবৎ করবে এবং নিজেকে ঘরবন্দি করে রাখবে। প্রধানমন্ত্রীর এি আবেদনে সাড়াও পড়ে। দেশজুড়ে তাই রবিবার সকাল থেকেই এক্কেবারে শুনসান রাস্তাঘাট। কলকাতাতেও কঠোরভাবে পালিত হচ্ছে জনতা কারফিউ। 

Top Stories