করোনার কোপে প্রথম মৃত্যু হল কলকাতায়। আমরি হাসপাতালে ভর্তি ছিলেন দমদমের বাসিন্দা। সোমবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান তিনি। রাজ্যে প্রথম করোনায় মৃত্যু। মৃতদেহ ডিজপোজাল করা হবে নিয়ম মেনেই। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮১ জন। যার ফলে এদেশে আক্রান্তের সংখ্যা এক লাফে পেরিয়ে গেছে ৪০০ গণ্ডি। রবিবার করোনা সংক্রমণের জেরে গুজরাত, বিহার ও মহারাষ্ট্রে মৃত্যুর ঘটনা ঘটেছে। কবে ভাল খবর করোনা ভাইরাসে আক্রান্ত হওয়াদের মধ্যে এখনও পর্যন্ত ২৪ জন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। এদেশে করোনা আক্রান্ত ৪১ জন বিদেশিরও চিকিৎসা চলছে। এখনও পর্যন্ত ভারতে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত পাওয়া গিয়েছে মহারাষ্ট্রে। এদিকে করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আগামী জুলাই মাসে অনুষ্ঠিত হতে চলা টোকিও অলিম্পিক পিছিয়ে যেতে পারে। ভারতে ও বিশ্বব্যপী এই মহামারী সংক্রান্ত সর্বশেষ খবরাখবর জানতে চোখ রাখুন এখানে -