তালিবান নিয়ন্ত্রিত আফগানিস্তানে সোমবার থেকে খুলে গেল বিশ্ববিদ্যালয়। একসঙ্গে ক্লাস করল ছেলেরা এবং মেয়েরা। তবে ক্লাসরুমে দেখা গেল এক নতুন বিষয়, 'পর্দা'। একসঙ্গে ক্লাস করলেও ছেলে-মেয়েদের মেলামেশা আটকাচ্ছে সেই পর্দাই। আর এই পর্দা দেওয়া তালিবানি ক্লাসের ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।