টুইটারে ডেরেক লেখেন, "দিল্লিতে আমাকে একজন বলেছেন যে নতুন সিবিআই প্রধান শীর্ষ আধিকারিকদের খুব একটা লজ্জাজনক পদক্ষেপ করতে বারণ করেছেন। বিরোধীদের হেনস্থা করলে একটা দলের সুবিধা হবে। তাই হিম্যান (স্বরাষ্ট্রমন্ত্রী) নতুন ফন্দি এঁটেছেন। তিনি সব মামলা ইডির হাতে দিচ্ছেন। যে তাঁর কথা অক্ষরে অক্ষরে পালন করে।"