'ত্রিপুরায় তৃণমূল আসছে, বুঝতে পেরেছে বিজেপি', শুক্রবার সিজিও কম্পপ্লেক্সে মামলায় হাজিরা দিতে এসে বিজেপিকে তোপ দাগলেন মদন মিত্র। পাশপাশি 'আইন-শৃঙ্খলায় দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ' বলে রাজ্য সরকারকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ কামারহাটির এই বর্ষিয়ান বিধায়ক।