Biman Mondal

এশিয়ানেট নিউজ বাংলার ভিডিও সম্পাদনায় নিযুক্ত বিমান মণ্ডল। টেলিভিশন নিউজ চ্যানেলের কাজ দিয়ে কর্মজীবন শুরু হয়েছিল। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক ও পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যলয় থেকে ফটোগ্রাফি ও ভিডিও প্রোডাকশনে ডিপ্লোমা রয়েছে বিমানের।
  • All
  • 3755 VIDEOS
3755 Stories by Biman Mondal
04:57

লাগাতার বর্ষণে অসমের ৬ জেলায় বন্যা পরিস্থিত, ভাঙল রাস্তা, মৃত্যু-গৃহহারা মানুষ

May 15 2022, 05:16 PM IST

লাগাতার বর্ষণে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে অসমের ৫ জেলায়। শনিবার সন্ধে পর্যন্ত যে হিসেব তাতে ২৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। ৬ জেলার ৯৪টি গ্রাম বন্যার ভ্রুকূটির সামনে বলে জানা গিয়েছে। রবিবার দুপুর পর্যন্ত যে খবর তাতে মৃতের সংখ্যা ৩ ছাড়িয়েছে। ক্ষতিগ্রস্থ জেলাগুলির মধ্যে রয়েছে কাছার, ডিমাজি, হোজাই। এছাড়াও ক্ষতিগ্রস্থ জেলা কার্বি আলং পশ্চিম, নওগাঁও, কামরূপ (মেট্রো)। উদ্ধারকাজ চালাচ্ছে অসমের রাজ্য ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। যে ৩ জনের মৃত্যুর খবর রয়েছে তারা ডিমা হাসাও-র হাফলং-এ। অসমের সঙ্গে মেঘালয় এবং অরুণাচলেও লাগাতার বৃষ্টি হচ্ছে। সেখানেও নদীগুলির জল বেড়েছে নিচু এলাকা প্লাবিত। তবে, সবচেয়ে খারাপ অবস্থা অসমের, ভেসে গিয়েছে রেললাইন। জায়গায় জায়গায় রাস্তা ভেঙে জলের স্ত্রোত বইছে। বহু জায়গায় ধস নেমেছে, বিপদগ্রস্থ এলাকা থেকে লোকজনকে সরানো হচ্ছে। 

Top Stories