debojyoti AN

debojyoti.c@asianetnews.in
    Asianet Image
    এশিয়ানেট নিউজ বাংলার প্রতিষ্ঠাতা এডিটর দেবজ্যোতি চক্রবর্তী। ২২ বছরের সাংবাদিক জীবনে প্রিন্ট মিডিয়া ও নিউজ চ্যানেলেও কাজ করেছেন। ইনভেস্টিগেটিভ জার্নালিজম-এ রেখেছেন যোগ্যতার প্রমাণ। পড়াশোনা কলকাতা বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।
      • All
      • 1967 NEWS
      • 141 PHOTOS
      • 409 VIDEOS
      2517 Stories by debojyoti AN
      Asianet Image

      Queen Elizabeth 2 Live: বিশ্বজুড়ে শোকের আবহ, চলে গেলেন ব্রিটিশ রাজতন্ত্রের ভরসার মুখ

      Sep 09 2022, 12:45 AM IST

      রানির শরীর যে ভালো নেই, তা নিয়ে বেশকিছুদিন ধরেই কানাঘুষো চলছিল। বর্তমানে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে থাকছিলেন তিনি। সেখান থেকেই বৃহস্পতিবার বিকেলে বাকিংহাম প্যালেসে ফোন করেছিলেন রানির ব্যক্তিগত চিকিৎসক। পুত্র প্রিন্স চার্লসকে সেই চিকিৎসক জানিয়েছিলেন রানির শরীর একদম ভালো নেই। খুবই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তিনি। প্রিন্স চার্লস যেন পরিবার পরিজনদের সঙ্গে করে চলে আসেন। এরপরই প্রিন্স চার্লস তাঁর স্ত্রী ক্যামেলা এবং বড় পুত্র উইলিয়ামকে সঙ্গে করে বালমোরালে রওনা দিয়েছিলেন। কিন্তু, তাঁদের পৌঁছতে পৌঁছতে সব শেষ। ৯৬ বছর বয়সে প্রয়াত হলেন ব্রিটিশ রাজতন্ত্রের উত্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পৃথিবীর অন্যতম এক বর্ণময় চরিত্র রানি এলিজাবেথ ২। যিনি মাত্র ২৫ বছর বয়সে বাবার অকাল প্রয়াণে সিংহাসনের উত্তরাধিকারি হয়ে রানি পদে অভিষেক করেছিলেন। সাত দশকের সামান্য বেশি সময়ের এই সফরকাল রানি এলিজাবেথকে ব্রিটেনের সবচেয়ে দীর্ঘসময় ধরে থাকা রানি হিসাবে ইতিহাসে স্থান করে দিয়েছে।