• All
  • 3885 NEWS
  • 2645 PHOTOS
  • 57 VIDEOS
6587 Stories by Jayita Chandra

তিন কন্যা থেকে চোখের বালি, সত্যজিৎ রায় থেকে ঋতুপর্ণ ঘোষ, টলিউডের রসদ যখন রবীন্দ্রনাথ

Aug 08 2021, 10:19 AM IST

২২ শ্রাবণ, গোটা শহরতলী এদিন যেন প্রতিবছরই ডুকরে ডুকরে কেঁদে ওঠে। কবিগুরুর প্রায়ণে এদিন ভিজে যায় শহরের পথঘাট, তিনি বিশ্বকবি, তাঁর কলমের ধারে শত শতবর্ষের ভাবাবেগ জড়িয়ে রয়েছে পরতে-পরতে। তালিকা থেকে বাদ পড়েনি চলচ্চিত্র জগতও। বাংলা সংস্কৃতিক জগতের এক অধ্যায় কবিগুরু। পদ্য থেকে গদ্য, নৃত্যনাট্য, গান তাঁর অবদানে পুষ্ট আপামর বাঙালী। তারই কলম সৃষ্ট চরিত্রেরা ভিন্ন সময় জীবন্ত হয়ে উঠেছে ক্যামেরার সামনে, তুলেধরেছে তৎকালীন সমাজ জীবনের একটুকরো উপমা। বিভিন্ন পরিচালকের হাতে তাদের মুক্তি ঘটেছে প্রেক্ষাগৃহে। সাদা কালো থেকে রঙিন পর্দা, পরিবর্তন এসেছে সমাজের, দৃষ্টিভঙ্গির, কিন্তু আজও ততটাই প্রাসঙ্গিক রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা। তিনিই রবীন্দ্রনাথ, যাঁর কলম অনায়াসে মানুষের মনের গভীরের আবেগকে ছুঁয়ে ফেলত চোখের পলকে।

Top Stories