• All
  • 3885 NEWS
  • 2645 PHOTOS
  • 57 VIDEOS
6587 Stories by Jayita Chandra

মাধুরীর প্রতারণা সহ্য করতে পারেননি সঞ্জয়, অকপট খলনায়কের প্রথম স্ত্রী রিচা

May 15 2020, 11:55 AM IST


মাধুরী দীক্ষিত ও সঞ্জয় দত্তের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল নব্বইয়ের দশকের সব থেকে চর্চিত বিষয়। সাজন জুটির প্রেমকাহিনি তখন মানুষের মুখে মুখে। সর্বত্রই তাঁদের দেখা যেত একই সঙ্গে। সম্পর্কের জল এতদূর গড়িয়ে ছিল যে যাঁরা সিদ্ধান্ত হিয়েছিলেন বিয়ে করবেন। কিন্তু হঠাৎই সেই সম্পর্কে ঘটেছিল ছন্দ পতন। বিমুখ হয়েছিলেন মাধুরী। আর তাতেই ভেঙে পড়েছিলেন সঞ্জয় দত্ত। পরবর্তীতে এমনটাই জানিয়েছিলেন খলনায়কের প্রথম পক্ষের স্ত্রী রিচা শর্মা। একসময় এই হিট জুটি একের পর এক বক্সঅফিস হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন, খাতরো কে খিলাড়ি, ইলাকা, কানুন আপনা আপনা, সাজন, খলনায়ক, প্রভৃতি। 

Top Stories