আজ, শনিবার আইপিএল-এ (IPL 2021) রয়েছে ডাবল হেডার। আজ প্রথম ম্যাচেই থাকছেন ঋষভ-সঞ্জু দ্বৈরথ (Rishabh vs Sanju)। আজকের ম্যাচ ঘিরে ক্রমশ চড়ছে উন্মাদনার পারদ। আজকের ম্যাচের দিকে তাকিয়ে রয়েছে এখন ক্রিকেট প্রেমীরী। একের পর এক ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে ঋষভের দল। অন্যদিকে দ্বিতীয় পর্বে শুরুটা ভালোই করেছে রাজস্থান (Rajasthan Royals)। আগের ম্যাচে পঞ্জাবকে হারিয়ে জয় হয় রাজস্থানের। অন্যদিকে লিগ তালিকায় দুই নম্বরে রয়েছে পন্থের দল। আজকের ম্যাচ জিতলে প্লে-অফে পৌঁছে যাবে দিল্লি (Delhi Capitals)। আজকের ম্যাচটি তাই তাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। রাজস্থান জিতলে নাইটদের সরিয়ে লিগ তালিকার চতুর্থ স্থানে উঠে আসবে তারা। আজ তাই জেতার লড়াই হবে হাড্ডাহাড্ডি।