• All
  • 56 NEWS
  • 20 PHOTOS
  • 4499 VIDEOS
4575 Stories by Poulomi Nath
06:37

জানলা-দরজা দিয়ে ঝুলছে দেহ, রায়গঞ্জে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা নিশ্চিত করল জেলা প্রশাসন

Sep 23 2021, 04:14 PM IST

রায়গঞ্জে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা নিশ্চিত করল জেলা প্রশাসন। উত্তর দিনাজপুরের জেলা শাসক অরবিন্দ মীনা এই সংখ্যাকে নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে- বৃহস্পতিবার সকাল পর্যন্ত মৃতদের মধ্যে ৩ জনের পরিচয় জানা সম্ভব হয়। প্রসঙ্গত, বুধবার রাতে ঝাড়খণ্ডের পাকুর থেকে লখনউগামী একটি দূররপাল্লার বাস উত্তর দিনাজপুরের রায়গঞ্জের রূপাহারে নয়ানজুলিতে উল্টে পড়ে। রাত সাড়ে দশটা নাগাদ এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে প্রাথমিক উদ্ধার কাজ শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল, পুলিশ বাহিনী ও বিপর্যয় মোকাবিলা দল। কয়েক জন বাস যাত্রী-র অভিযোগ, চালক মত্ত অবস্থায় ছিল। ইটাহারে অন্য একটি বাসকেও ধাক্কা মারে। এরপর চালক বাসের গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করছিল। সেই সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পরে যায়। প্রাথমিকভাবে অনুমান করা যাচ্ছিল না যে ঠিক কতজন বাসের নিচে আটকে ছিল। গভীররাতে বাসটিকে ক্রেন দিয়ে নয়ানজুলি থেকে টেনে তুলতেই বেশকিছু মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, রাত সাড়ে দশটনা নাগাদ আচমকাই বিকট আওয়াজ। এরপর তারই ছুটে এসে নয়ানজুলিতে পড়ে থাকা বাসটিকে দেখতে পান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য বর্ষাকালে বিপদ জনক হয়ে রয়েছে রাস্তা। দীর্ঘদিন ধরে এই কাজ চললেও এখন পর্যন্ত মাত্র ৩৫ থেকে ৪০ শতাংশ কাজ হয়েছে বলে অভিযোগ। জাতীয় সড়কের বেহাল দশা দুর্ঘটনার আশঙ্কাকে বাড়াচ্ছে বলেও অভিযোগ। বাস দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান রায়গঞ্জ পুরসভার অতিরিক্ত চেয়ারম্যান অরিন্দম সরকার। দুর্ঘটনার জন্য তিনি জাতীয় সড়ক কর্তৃপক্ষকেই দায়ী করেন। বৃহস্পতিবার সকালে নয়ানজুলির যে অংশে খাল গভীর আকার নিয়েছে সেখানে ডুবরি নামানো হয়। খালের ওই অংশে কেউ আটকে আছে কি না তা খতিয়ে দেখছে ডুবরি। পুলিশ সূত্রে খবর এখন বাসের চালক বা কন্ডাক্টর অথবা খালাসি কারও কোনও সন্ধান মেলেনি। 

01:51

শিখর এবং শ্রেয়সের ব্যাটে ভর করে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে ঋষভের দল

Sep 23 2021, 11:33 AM IST

শিখর এবং শ্রেয়সের ব্যাটে ভর করে ম্যাচ জিতল ঋষভের দল। বুধবার হায়দরাবাদকে ৮ উইকেটে হারাল ঋষভের দল। একের পর এক ম্যাচে হেরে অধিনায়ক বদল করে হায়দরাবাদ। অধিনায়ক বদল হলেও ভাগ্য বদলাতে পারেনি হায়দরাবাদ। অন্যদিকে জয়ের পর পয়েন্ট টেবিলে শীর্ষ স্থান ধরে রাখল ডিসি। শিখর ধবন ও পৃথ্বী শ শুরু থেকেই মারমুখি মেজাজে ব্যাটিং শুরু করেন। পৃথ্বী শ শুরুতেই তবে ১১ রানে ফিরে যান। পৃথ্বী শ-এর পর ধবন এবং শ্রেয়স ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেন। ধবন ৩৭ বলে ৪২ রান করে আউট হলেও লড়াই চালিয়ে যান শ্রেয়াস। শেষ পর্যন্ত ক্রিজে থেকে ম্যাচ জেতান শ্রেয়াস এবং ক্যাপটেন পন্থ।

01:51

মুখোমুখি লড়াইয়ে আজ দিল্লি বনাম হায়দরাবাদ, নজরে ম্যাচ প্রিভিউ

Sep 22 2021, 03:28 PM IST

মুখোমুখি লড়াইয়ে আজ ডিসি বনাম এসআরএইচ। প্রথম পর্বে ৭ টির মধ্যে মাত্র ১ টি ম্যাচে জয় হয় হায়দরাবাদের। হায়দরাবাদে ডেভিড ওয়ার্নারকে সরানোর পর এখন অধিনায়কত্বের দায়িত্ব আছেন কেন। এই দ্বিতীয় ম্যাচে তিনি নেতৃত্ব দেবেন। অন্যদিকে প্রথম পর্বে ৮ টি ম্যাচের মধ্যে ৬ টি ম্যাচে জয় হয় ঋষভের দলের। পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে এখন এই দল। হায়দরাবাদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ঋষভের দল। এই ম্যাচে তাই ঋষভের দলের জয়ের সম্ভবনা অনেকটাই বেশি। এই ম্যাচটি বিশেষ গুরুত্বপূর্ণ হায়দরাবাদের কাছে। জয়ী হতে এই ম্যাচে যে হায়দরাবাদ প্রস্তুতি নিয়েই নামবে তা বলাই যায়। আশা করা যায় এই ম্যাচে তাই লড়াই হবে হাড্ডাহাড্ডি। ঋষভ না কেন, এখন এটাই দেখার কার দল যেতে এই ম্যাচ।  

01:24

এক গুচ্ছ উপহার নিয়ে ফ্যানদের সঙ্গে নিজে গিয়ে দেখা করলেন যশ

Sep 22 2021, 02:09 PM IST

নুসরত এবং যশের নাম এখন খবরের শীর্ষে। সেই যশকেই এবার দেখা গেল এক অন্য রূপে। অনাথ আশ্রমের ফ্যানদের পাশে যশ দাশগুপ্ত। এর মধ্যে দিয়েই উঠে এল যশের এক মানবিক রূপের ছবি। ভবানীপুরের প্রেরণা শেল্টার হোমে রয়েছে তাঁর অনেক ফ্যান। তাঁর এই ফ্যানদের খবর পেয়েই সেখানে নিজে ছুটে যান অভিনেতা। তাঁর ফ্যানদের চমকে দিতে হঠাৎই সেখানে পৌঁছে যান যশ। খালি হাতে নয় ফ্যানদের জন্য এক গুচ্ছ উপহারও নিয়ে যান তিনি। পছন্দের হিরোকে সামনে থেকে দেখে আনন্দে আত্মহারা হয়ে ওঠে সেখানকার শিশুকিশোরীরা। সেখানে আশ্রমের সকলের সঙ্গে বেশ কিছুটা সময়ও কাটান যশ। হাসি মজায় মেতে ওঠেন অভিনেতা। সেখানে কাটানো তাঁর বেশ কিছু মুহূর্তের ছবি ফ্রেমবন্দি হয়। এদিন তিনি জানান, প্রয়োজনে তাদের যেকোনওরকম সাহায্য় করতে প্রস্তুত তিনি।

Top Stories