কয়েকদিন আগে থেকেই শুরু হয়ে গেছে ভালবাসার দিন উদযাপন। আকাশে, বাতাসে , চারিদিকে শুধু প্রেম প্রেম রব। ভ্যালেন্টাইন্স ডে নিয়ে মাতোয়ারা সকলেই। ফেব্রুয়ারি মাস পড়তে না পড়তেই শহরজুড়ে প্রেমের মরশুম। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে হলেও বাঙালির ভ্যালেন্টাইন (Valentines Day 2022) শুরু হয় সরস্বতী পুজো দিয়ে আর শেষ হয় ভ্যালেন্টাইন ডে দিয়ে। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-র দিনেই প্রেমিক-প্রেমিকারা নিজেদের ভালবাসার মানুষকে প্রেমে- আদরে ভরিয়ে দেন। তবে অনেকেই কাজের চাপে এই বিশেষ দিনগুলি সেলিব্রেট করতে পারেন না নিজের প্রিয়জনের সঙ্গে। আর তখনই শুরু হয় ঝগড়া -অশান্তি। কারোর আবার হয়তো পুরোনা ঝামেলাই চলছে। তবে ভ্য়ালেন্টাইন্স ডে-র দিনে কোনও রাগ-অভিমান নয়, বরং পুরোনো বিবাদ ভুলে প্রেমিকাকে খুশি করতে কাজে লাগান এই টিপস।