২০০২, ১৩ জুলাই ইংল্যান্ডের লর্ডস। ক্রিকেটের মক্কা সেদিন বিশ্ব ক্রিকেটকে উপহার দিয়েছিল এক এমন ম্যাচ যা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে ক্রিকেটের ইতিহাসে। সেই ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনাল (Natwest Trophy Final) আরও একটি কারণে স্মরণীয় হয়ে থাকবে তার কারণ ঐতিহ্যশালী লর্ডসের (Lords) ব্যালকনিতে দাঁড়িয়ে সেদিন ব্রিটিশ ঔদ্ধত্যকে 'দাদাগিরি' দেখিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। লর্ডসের ব্যালকনিতে দাড়িয়ে সৌরভের সেই শার্ট খুলে ঘোরানো ক্রিকেটের অন্য়তং সেরা মুহূর্তগূলির মধ্য একটি। ম্যাচে মুখের সামনে থেকে জয়ের গ্রাস ছিনিয়ে নিয়েছিল টিম ইন্ডিয়া (Team India)। আর সেই ঐতিহাসিক জয়ের ২০ বছর পূর্তিতে সৌরভকে সম্মানিত করা হল ব্রিটিশ পার্লামেন্ট (British Parliament)।