'এটাই তো ওর রাগ,আমি চলে এসেছি, আসতে পারলো না শুভেন্দু', বিধাননগর পুরভোটের আগে খোঁচা সব্যসাচীর। বিধাননগর পৌরনিগমের ৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সব্যসাচী দত্ত ভোটের আগে বাড়িতেই বসে ফোনের মাধ্যমে ওয়ার্ডের মানুষের সঙ্গে জনসংযোগ করতে যাচ্ছেন তিনি।