মহাকাশ গবেষণায় ইসরো যে তার ছাতার তলায় বিভিন্ন স্পেস টেকনলোজি স্টার্টআপ-কেও কাজ করার সুযোগ করে দিচ্ছে তাও তিনি জানান। ইসরোর চিফ এস সোমনাথ জানিয়েছেন, তারা চান না যে মহাকাশ প্রযুক্তিকে একটা গণ্ডির মধ্যে বেঁধে দিতে। এখন বহু স্টার্ট-আপ তৈরি হচ্ছে যারা প্রযুক্তি ক্ষেত্রে অভূতপুর্ব কাজ করছে শুধু নয়, মহাকাশ গবেষণার প্রযুক্তিতে সহায়তা .করার মতো উপাদানও তাদের মধ্য়ে মজুত রয়েছে।