২০২২ সালের জন্ম কুন্ডলি অনুসারে কালসর্প যোগের গঠন কিছু রাশির জন্য খুব সমস্যায় ফেলতে পারে। আসলে, যে সময়ে ২০২২ সাল শুরু হয়েছে, সেই সময়কার গ্রহ ও নক্ষত্রের ভিত্তিতে যে রাশিফলের উপর যোগ তৈরি হয়েছে, সেই রাশির উপর পড়বে এর প্রভাব। এই কালসর্প যোগকে জ্যোতিষশাস্ত্রের অন্যতম অশুভ যোগ বলে মনে করা হয়।