শ্রীনিবাস রামানুজন, একজন "ম্যাথমেটিক্যাল জিনিয়াস"। কারো কারো কাছে, "গণিতের মোৎজার্ট"। মানসিক নির্যাতন আর শারীরিক অসুস্থতায় বিরক্ত হয়ে লন্ডনের একটি ব্রিজের ওপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন একদিন।তারপর? রামানুজন ২য় ভারতীয় যিনি ইংল্যান্ডের রয়্যাল সোসাইটির ফেলোশিপ পান। প্রায় ৩,৯০০ সমীকরণের ওপর কাজ করে গেছেন তিনি যা ভাবতেও অবাক লাগে। তার এত কাজের মধ্যে "পাই"য়ের অসীম সিরিজ ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। মাত্র ৩৩ বছর বয়সে পৃথিবী ছেড়ে যাওয়া ক্ষণজন্মা এই প্রতিভাবান গণিতজ্ঞের প্রতি সম্মান জানিয়ে তাঁর জন্মদিন ২২ ডিসেম্বরকে ভারতে ‘জাতীয় গণিত দিবস’ হিসেবে উদযাপন করা হয়। একসময় লেখার জন্যে যথেষ্ট কাগজ কেনার সামর্থ অবধি তাঁর ছিলো না। শ্রীনিবাস রামানুজনের অজানা জীবনকথায় অনিরুদ্ধ সরকার