সংক্ষিপ্ত

প্রথম সপ্তাহেই মতই আবারও বাজিমাত করল "স্টার জলসার" (Star Jalsha) নতুন ধারাবাহিক খুকুমণি হোম "ডেলিভারি"। সেরা পাঁচেই জায়গা করে নিল এই নতুন ধারাবাহিক। যদিও অক্ষুণ্ণই আছে মিঠাই (Mithai) এর রিপোর্ট কার্ড।

একের পর এক নতুন বাংলা সিরিয়াল (Bengali Serials) এখন মুক্তি পাচ্ছে, তাই  টিআরপি-র (TRP) ঝড়ে কে কাকে কত গোল দিচ্ছে সেই দিকে কড়া নজর দর্শকদের। প্রতি সপ্তাহের মত এই সপ্তাহের টি আর পি পরীক্ষার ফলাফলের দিন হাজির। আর প্রথম সপ্তাহেই মতই আবারও বাজিমাত করল "স্টার জলসার" (Star Jalsha) নতুন ধারাবাহিক খুকুমণি হোম "ডেলিভারি"। সেরা পাঁচেই জায়গা করে নিল এই নতুন ধারাবাহিক। যদিও অক্ষুণ্ণই আছে মিঠাই (Mithai) এর রিপোর্ট কার্ড। 

এই নিয়ে একটানা প্রায় ৪০ সপ্তাহ টিআরপি (TRP) তালিকায় শীর্ষ স্থান ধরে থাকল মিঠাই (Mithai)। যদিও আগের থেকে বেস কিছুটা পাল্টালো এবার গল্পের মোড় । এরপরই আসছে  দ্বিতীয় থানাধিকারির নাম, খুকুমণি হোম ডেলিভারি। এই সপ্তাহে তাঁর প্রাপ্ত নম্বর (৮.৯) , এই সপ্তাহ  তৃতীয় স্থানে উমা () । যার প্রাপ্য নম্বর (৮.৬)। একই স্থানে রয়েছে অপরাজিতা অপু। এর পরই চতুর্থ স্থানে রয়েছে যমুনা ঢাকি (৮.৫) । এবারই আসছে সবথেকে বড়ো চমক। এরপর জায়গা করে নিল লিস্টে সর্বজয়া, আর বিয়ের মরসুমে সেরা পাঁচে জায়গা করে নিল ধুলোকণা। তবে প্রথম পাঁচে জায়গা করতে পারলো না খড়কুটো, শ্রীময়ী,বরণ। একেবারে দশে স্থান করে নিল এই পথ যদি না শেষ হয় ধারাবাহিক।  

এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহে কে কোন স্থানে- 

  প্রথম - মিঠাই (১১.১) ,  দ্বিতীয় - খুকুমণি হোম ডেলিভারি (৮.৯),  তৃতীয় - উমা (৮.৬),  তৃতীয় -  অপরাজিতা অপু (৮.৬), চতুর্থ - যমুনা ঢাকি (৮.৫), চতুর্থ - সর্বজয়া (৮.৫), পঞ্চম - ধুলোকণা (৭.৪),  ষষ্ঠ - খেলাঘর (৭.৩), সপ্তম - শ্রীময়ী (৭.১), অষ্টম -মন ফাগুন  (৭.০), নবম - খড়কুটো (৬.৯), দশম -  বরণ (৬.৭), দশম - গঙ্গারাম (৬.৭),  দশম -  করুণাময়ী রাণী রাসমণি উত্তর পর্ব (৬.৭) ,  দশম - এই পথ যদি না শেষ হয় (৬.৭)  

আরও পড়ুন- ভিকি-ক্যাটের বিয়েতে প্রবেশ করা যাবে এই বিশেষ জিনিসটি থাকলে

আরও পড়ুন- 'হাসিটুকুর জন্য আরও সহস্রবার হারতে রাজি', ঐন্দ্রিলাকে নিয়ে আবেগঘন পোস্ট সব্যসাচীর

মেগা সিরিয়াল, তাই নিত্য নতুন গল্পের মোড় ধরে ওঠা নামা লেগেই থাকে। এমনই অবস্থায় দাঁড়িয়ে থেকে গল্পের মোড় ঠিক কোন দিকে তা বুঝে নিয়েই ধারাবাহিকগুলোকে দর্শকেরা দেখে থাকেন। একই সময় একাধিক ভালো ধারাবাহিক এক সঙ্গে চললেও দর্শক তার চুল চেরা বিচার করে তবেই স্থির করেন কোন ধারাবাহিককে এগিয়ে রাখা যায়। প্রতি সপ্তাহে ঠিক এই দিনটার জন্যই অপেক্ষা করেন দর্শকেরা । কারন ধারাবাহিক বা তার চরিত্র গুলো সবটাই তাদের নিজেদের ঘরের সদস্যের মতই হয়ে ওঠে। আর তাই তাদের এগিয়ে যাওয়া পিছিয়ে যাওয়া সবটাই  জানার জন্য মুখিয়ে থাকেন তারা । আর তাদের এই অপেক্ষার অবসান ঘটাতে আবারও  আগামী সপ্তাহে ঠিক নির্ধারিত দিনেই প্রকাশ পাবে টি আর পি লিস্ট।