সংক্ষিপ্ত
টলিপাড়ার স্বনামধন্য পরিচালক রাজ চক্রবর্তী চিকেন পক্স আক্রান্ত হয়েছেন। এবং চিকেন পক্সে আক্রান্ত হয়েই ঘরবন্দি রয়েছেন পরিচালক। কারণ চিকেন পক্স থেকে সংক্রমণ ছড়ায়। দক্ষিণ কলকাতার বিলাশবহুল অ্যাপার্টমেন্টে শুভশ্রী, ইউভান এবং গোটা পরিবারের সঙ্গে থাকেন রাজ চক্রবর্তী। চিকেন পক্সের সংক্রমণ যাতে কোনওভাবেই অন্যান্য সদস্যদের মধ্যে ছড়িয়ে যেতে না পারে তার জন্যই আলাদা রয়েছেন রাজ।
টলিপাড়ার স্বনামধন্য পরিচালক রাজ চক্রবর্তী এখন ব্যারাকপুরের বিধায়ক। একাধিক কাজ রয়েছে তার হাতে। একাধিক ছবি তৈরির সঙ্গে সঙ্গে নতুন বিধায়কের কাধে রয়েছে গুরুদায়িত্ব। অন্যদিকে আর কয়েকদিনের মধ্যে শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সূত্রের খবর, চলতি বছরেও চলচ্চিত্র উৎসবের চেয়ারপার্সনের দায়িত্বে রয়েছেন রাজ চক্রবর্তী। কিন্তু এর মধ্যেই ঘরবন্দি হলেন পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) । কিন্তু কী এমন হল পরিচালকের, যে আচমকা নিজেকে ঘরবন্দি করে নিলেন রাজ।
সূত্র থেকে জানা গেছে, টলিপাড়ার স্বনামধন্য পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) চিকেন পক্স আক্রান্ত হয়েছেন। এবং চিকেন পক্সে আক্রান্ত হয়েই ঘরবন্দি রয়েছেন পরিচালক। কারণ চিকেন পক্স থেকে সংক্রমণ ছড়ায়। দক্ষিণ কলকাতার বিলাশবহুল অ্যাপার্টমেন্টে শুভশ্রী, ইউভান এবং গোটা পরিবারের সঙ্গে থাকেন রাজ চক্রবর্তী। চিকেন পক্সের সংক্রমণ যাতে কোনওভাবেই অন্যান্য সদস্যদের মধ্যে ছড়িয়ে যেতে না পারে তার জন্যই আলাদা রয়েছেন রাজ (Raj Chakraborty) । আরও জানা গেছে, সেই কমপ্লেক্সে রাজের একটি নয়, বরং দুটি অ্যাপার্টমেন্ট রয়েছে। এবং সেই কারণেই সকলের চেয়ে আলাদা রয়েছেন রাজ চক্রবর্তী। এখনও পর্যন্ত কারোর সঙ্গেই দেখা পর্যন্ত করেননি তিনি। নিজেকে সকলের থেকে আলাদাই রেখেছেন পরিচালক।
আরও পড়ুন-Samantha : বক্ষ-বিভাজিকায় উষ্ণতা, ডিভোর্স-বিতর্কের পর মনোকিনি-তে শিহরণ জাগালেন সামান্থা
আরও পড়ুন-Suhana Khan : 'আমাকে বিরক্ত করো না', নিজের ট্র্যাকে ফিরেই সটান জানালেন শাহরুখ কন্যা সুহানা
৫-৬ দিন ধরেই চিকেন পক্সে আক্রান্ত হয়েছেন ইউভানের বাবা (Raj Chakraborty) । শুধু তাই নয়, চিকেন পক্সে আক্রান্ত হয়ে প্রচন্ড দুর্বল হয়ে পড়েছেন তিনি। তবে আগের তুলনায় অনেকটাই সুস্থ হয়ে উঠছেন পরিচালক-বিধায়র। এত কাজের মধ্যে আচমকা অসুস্থ হয়ে পড়ায় উদ্বেগ বাড়ছে অনুরাগীদের মধ্যে। সকলেই তার দ্রুত সুস্থতার কামনা করেছেন। আগামী বছরের শুরুতেই বড় পর্দায় আসতে চলেছে রাজ চক্রবর্তী পরিচালিত ও প্রযোজিত ছবি 'ধর্মযুদ্ধ' (Dharmajuddho) । দুবছরের অপেক্ষার অবসান হতে চলেছে অবশেষে। গত বছর এপ্রিলেই 'ধর্মযুদ্ধ' (Dharmajuddho) মুক্তির দিনক্ষণ ঠিক করেছিল পরিচালক রাজ চক্রবর্তী (Raj Chakraborty) । কিন্তু করোনা পরিস্থিতির জেরে অনির্দিষ্টকালের জন্য তা পিছিয়ে যায়। তারপর আবারও চলতি বছরের স্বাধীনতা দিবসের প্রাক্কালেও ছবি মুক্তির ঘোষণা করে রাজ। তারপরও তা পিছিয়ে যায়। অবশেষে মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তী পরিচালিত ও (Subhashree Ganguly) শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত ছবি 'ধর্মযুদ্ধ' (Dharmajuddho) । আগামী বছরের শুরুতেই ২১ জানুয়ারি রূপোলি পর্দায় আসতে চলেছে (Subhashree Ganguly) শুভশ্রীর 'ধর্মযুদ্ধ' । ছবির নতুন পোস্টার শেয়ার করে শুভশ্রী লেখেন, 'ধর্মের লড়াই নাকি বেঁচে থাকার লড়াই? ২১ জানুয়ারি, ২০২২ ধর্মযুদ্ধ আসছে বাংলার সমস্ত প্রেক্ষাগৃহে'। পোস্টার প্রকাশ্যে আসতেই উত্তেজনা বাড়ছে অনুরাগীদের মধ্যে।