Asianet News BanglaAsianet News Bangla

নিজের শরীর নিজের গর্ব, স্ট্রেচ মার্কসকে গর্বের সঙ্গে ফ্লন্ট করলেন দেবলীনা

  • নিজের শরীরের খুঁত আর লুকনো নয়
  • দেবলীনা কুমারের মতই খুঁতকে করে তুলুন নিজের সৌন্দর্যের অংশ
  • স্ট্রেচ মার্কসকে ফ্লন্ট করেই তুললেন ছবি
  • পোস্ট ভাইরাল হতেই প্রশংসায় পঞ্চমুখ ভক্তমহল
Learn how to flaunt your stretch marks like Devlina Kumar ADB
Author
Kolkata, First Published Sep 27, 2020, 11:41 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

অন্যান্য সময় শিমারি গাউন অথবা শাড়িতে চোখ কপালে তোলেন দেবলীনা কুমার। এবার নিজের খুঁত নিয়ে প্রকাশ্যে এলেন দেবলীনা। স্ট্রেচ মার্কস ফ্লন্ট করে ছবি আপলোড করলেন। ছবি দেখে ইতিমধ্যেই মুগ্ধ হয়েছে ভক্তরা। প্রসঙ্গত লকডাউনে ফিটনেস তো দূরের বিষয়, সকলের নিত্যদিনের রুটিন গিয়েছিল বদলে। এখনও অবশ্য বদলায়নি সেই অভ্যেস। যার জেরে শরীরের মধ্যে দেখা দিচ্ছে নানা অসুস্থতা। তাই শরীরের বিভিন্ন অসুস্থতা কাটাতেই এলেন দেবলীনা কুমার। টলিউড নায়িকার ইনস্টাগ্রাম প্রোফাইল ফিটনেসের নয়া মন্ত্র নিয়ে অনুপ্রেরণা জোগাচ্ছে হাজারও মানুষকে। 

আরও পড়ুনঃকরণ জোহারের সম্মান নষ্ট করতেই 'ধর্মা'র কর্মীকে বিনা কারণে নেয় NCB, দাবি কর্মীর

ভারী বার্বেল তুলে অবাক করলেন সোশ্যাল মিডিয়ায় হলেন ভাইরাল। টানা কয়েক বছরের কঠোর পরিশ্রম। ভারি চেহারা থেকে ছিপছিপে ফিট চেহারায় আসতে খাটনি কম ছিল না দেবলীনা কুমারের। সেই ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। ফ্যাট থেকে ফিট। নিজের একাল সেকাল তুলে ধরলেন নেটদুনিয়ার পাতায়। চেহারা ভারি ছিল তবে ফিট ছিলেন দেবলীনা।লকডাউনের বিনোদনের সুরাহা ছিল দেবলীনা কুমারের ইনস্টাগ্রাম। এখনও তাই আছে। 

আরও পড়ুনঃকোয়ারেন্টাইন কাটিয়ে প্রথমবার জনসমক্ষে ধরা কোভিডমুক্ত মালাইকার, রাখলেন হটনেসের ছোঁয়া

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Sunday Mood

A post shared by Devlina Kumar (@devlinakumar) on Sep 26, 2020 at 8:28pm PDT

আরও পড়ুনঃঅন্তর্বাসের উপর জড়ানো ডেনিম শার্ট, এমন অবতারে প্রথমবার ধরা দিলেন মনামী

লকডাউনের সময় এবং লকডাউনের পরও দেবলীনার নানা পোস্টে মনোরঞ্জন খুঁজে পেয়েছে নেটিজেনরা। তাঁর ফিটনেসের পোস্টগুলিও দ্রুতগতিতে ভাইরাল হয় নেটদুনিয়ায়। লকডাউন চলাকালীন জিমে যেতে না পারেননি, তবুও নিয়মিত ওয়ার্ক আউট করে গিয়েছেন বাড়িতেই। ওয়ার্ক আউটেরই ফল হল টোনড ব্যাক। কখনও ওয়েস্টার্ন ব্যাকলেস পোশাকে। তো কখনও শাড়ির ব্লাউজের খোলা পিঠে নজর কেড়েছেন দেবলীনা। নেটিজেনের অবশ্য তাঁকে বেশি পছন্দ শাড়িতেই। কারণ তাঁদের মতে শাড়ির ওই ব্যাকলেস ব্লাউজেই বেশি মানায় দেবলীনাকে।

Follow Us:
Download App:
  • android
  • ios