বোল্ড ফোটোশ্যুটেও রীতিমতো রাতের ঘুম কেড়েছেন বাংলাদেশি অভিনেত্রী নুসরত ফারিয়া। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন নুসরত। সাদা-আকাশি ফ্লোরাল প্রিন্টের পোশাকের ভিতর দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে সাদা রঙের অন্তর্বাস। কফির কাপ হাতে মুখে মাস্ক করে ছবিতে পোজ দিয়েছেন নুসরত। ক্যাপশনে লিখেছেন,'একমাই কফিই বাঁচাতে পারে আমাকে'।

ওপার বাংলার কন্যার শরীরী হিল্লোলে মজেছে এপার বাংলাও। বাংলাদেশি অভিনেত্রী নুসরত ফারিয়া বর্তমানে এদেশেও কাজ করেছেন বেশ কয়েকটি সিনেমায়। বোল্ড ফোটোশ্যুটেও রীতিমতো রাতের ঘুম কেড়েছেন অভিনেত্রী। যার শরীরী হিল্লোলে কাত আট থেকে অষ্টাদশী। সোশ্যাল মিডিয়ায় কীভাবে ভক্তদের ধরে রাখতে হয় তাতে বেশ সিদ্ধহস্ত নুসরত। একের পর এক ছবি দিয়েই কাত করছেন ভক্তদের। কোনও ছবি পোস্ট করতে না করতে লাইক ও কমেন্টের সংখ্যাও আকাশছোঁয়া।

View post on Instagram

আরও পড়ুন-৬৭ টি কাচের টুকরো-তে ক্ষতবিক্ষত সারা মুখ, আয়নায় নিজেকে দেখলেও ভয় পেতেন মহিমা, কেন জানেন

আরও পড়ুন-করোনা টিকা নিয়ে 'ভিকট্রি' সাইন দেখাতেই ট্রোলড শ্রাবন্তী, আরও ২ টো বিয়ে বাকি নাকি, প্রশ্ন নেটিজেনদের

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন নুসরত। যেখানে সাদা-আকাশি ফ্লোরাল প্রিন্টের পোশাকের ভিতর দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে সাদা রঙের অন্তর্বাস। কফির কাপ হাতে মুখে মাস্ক করে ছবিতে পোজ দিয়েছেন নুসরত। ক্যাপশনে লিখেছেন,'একমাই কফিই বাঁচাতে পারে আমাকে'। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নুসরতের এই পোস্ট।

View post on Instagram

ওপার বাংলার অভিনেত্রী হয়েও এপারবাংলাতে কাপাচ্ছেন নুসরত ফারিয়া। বর্তমানে ইন্টারনেট সেনসেশন এই বাংলাদেশি নায়িকা। ইতিমধ্যেই টলি ইন্ডাস্ট্রির সুপারস্টার জিতের বিপরীতেও দেখা গেছে তাকে। বেশ কয়েকটি সিনেমাতেই তার উজ্জ্বল উপস্থিতি নজরে এসেছে। এছাড়াও অভিনেতা অঙ্কুশের বিপরীতে 'ভয়' ছবিতে দেখা গেছে তাকে। এছাড়াও তার হাতে আরও কয়েকটি ছবির কাজও রয়েছে।


YouTube video player