সংক্ষিপ্ত
- লকডাউনে বাড়ছে ঐন্দ্রিলার গ্লো।
- নো মেক আপ লুকে ছবি পোস্ট করলেন অভিনেত্রী।
- ত্বকের চর্চার টিপস চেয়ে বসল ভক্তরা।
লকডাউনে গৃহবন্দি দশা সকলের। এরই মধ্যে ভক্তদের বিনোদনের যোগান দিয়ে চলেছেন তারকারা। তবে সকলকে অবাক করে নো মেক আপ লুকে ছবি পোস্ট করলেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। ছবি দেখেই সকলের একই প্রশ্ন লকডাউনেও এত গ্ল্যামার কীকরে।
আরও পড়ুনঃ'পাতাল লোক'-এ লুকিয়ে রহস্য, উদঘাটনে ময়দানে নামলেন অনুষ্কা শর্মা
ত্বকের চর্চার টিপসও চেয়ে বসল অধিকাংশ মহিলা ভক্তরা। প্রসঙ্গত, লকডাউনে মধ্যে দিনের পর দিন সতর্কবার্তা জারি করে চলেছে সরকার। সতর্ক করছেন তারকারাও। বিনোদন জগতের সকলেই সতর্ক করার এই বিষয় যথেষ্ট উদ্যোগ নিয়েছেন। নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জনসাধারণকে লকডাউনের গুরুত্ব বোঝানোর চেষ্টা করছেন। তবে তার সঙ্গে চলছে বিনোদনের যোগানও।
আরও পড়ুনঃনিজের আসল রূপ নিয়ে জনসমক্ষে করণ জোহার, আঁতকে উঠল বরুন ধাওয়ান
তারকারা বাড়ির নানা ধরনের কাজ যেমন ঘর মোছা, ঝাড় দেওয়া, বাসন মাজা, এ সমস্ত কাজের ভিডিও করে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। করোনা আতঙ্কে দিন কাটছে বিশ্ববাসীর। ভারতে আক্রান্তের সংখ্যা ছাঁড়িয়েছে চব্বিশ হাজার। মৃতের সংখ্যা বেড়ে চলেছে ধীরে ধীরে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সরকার ও পুলিশ সহ তারকারাও আমজনতাকে সঠিক পদক্ষেপ নিতে বলছেন।
আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল
আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস