টলি অভিনেত্রী দর্শনা বনিকও নিজের সোশ্যালে ভ্যালেন্টাইন্স ডে-র শুভেচ্ছা জানিয়েছেন সায়ন্তনী গুহঠাকুরতাও লাল গাউনে নিজেকে সাজিয়ে তুলেছেন স্বস্তিকা দত্ত সকলকে ভ্যালেন্টাইন্স ডে-র শুভেচ্ছা জানিয়েছেন সন্দীপ্তা সেনও রয়েছেন সেই তালিকায়

ভ্যালেন্টাইন্স ডে-তে মেতেছেন গোটা বিশ্ব। বলি থেকে টলি সকলেই এই উৎসবে মাতোয়ারা। চারিদিকে বাতাসে যেন ভেসে বেড়াচ্ছে প্রেম প্রেম রব। আর এই উৎসবের আনন্দে মেতেছেন টলিপাড়া। টলিপাড়ায় আনাচে-কানাচে এই প্রেম প্রকাশ্যে আসছে। ভ্যালেন্টাইন্স মানেই রেড। আর রেড লুক মানেই হট। প্রত্যেকেই এই প্রেমদিবসে মত্ত রয়েছে। লালের ছোঁয়ায় পরিপূর্ণ হয়েছে তাদের ভ্যালেন্টাইন। শুভেচ্ছা বার্তাতে ভরে গিয়েছে তাদের সোশ্যাল হ্যান্ডেল। কারণ আজই সেই মোক্ষম দিন। এই সুযোগ হাতছাড়া করলেই মনের কথা আর বলা হবে না। তাই মনের কথা বলার এর চেয়ে ভাল দিন আর হয়না। এক ঝলকে দেখে নিন টলিপাড়ার ভ্যালেন্টাইন্স ডে-এর একঝলক।

আরও পড়ুন-বেবিবাম্পের পর সদ্যোজাতকে কোলে নিয়ে ছবি পোস্ট কোয়েলের, জল্পনা তুঙ্গে...

টলি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সকলকে ভ্যালেন্টাইন্স ডে-র শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে লাল-সাদা পোশাকে ভালবাসা দিন উদযাপনের আনন্দে মেতে উঠেছেন অভিনেত্রী। ভ্যালেন্টাইন্স ডে-র শুভেচ্ছা জানিয়ে ক্যাপশনে লিখেছেন, 'প্রত্যেককে প্রেম দিবসের শুভেচ্ছা। ভালবাসো এবং হাসিখুশি থাক'। দেখে নিন অভিনেত্রীর করা পোস্টটি। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার এই পোস্ট।

View post on Instagram

টলি অভিনেত্রী দর্শনা বনিকও নিজের সোশ্যালে ভ্যালেন্টাইন্স ডে-র শুভেচ্ছা জানিয়েছেন । দেখে নিন,

View post on Instagram

সায়ন্তনী গুহঠাকুরতাও লাল গাউনে নিজেকে সাজিয়ে তুলেছেন।

View post on Instagram

স্বস্তিকা দত্ত সকলকে ভ্যালেন্টাইন্স ডে-র শুভেচ্ছা জানিয়েছেন,

View post on Instagram

সন্দীপ্তা সেনও রয়েছেন সেই তালিকায়। সকল ভক্তদেরভ্যালেন্টাইন্স ডে-র শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।

View post on Instagram

সুদীপ্তা চক্রবর্তী একটু অন্যভাবে ভ্যালেন্টাইন্সের ছবি পোস্ট করেছেন,

View post on Instagram