আসতে চলেছে হাউসফুল ৪ ছবিপ্রথম থেকেই এই ছবি নিয়ে বেজায় উত্তেজিত ছিলেন দর্শকেরাএবার প্রকাশ্যে এল এই ছবির প্রথম লুকঅক্টোবরেই মুক্তি পাবে এই ছবি

চলতি বছরে একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়ে চলেছেন অভিনেতা অক্ষয় কুমার। এক কথায় বলতে গেলে চলতি বছরে পর অক্কি একাই একশো। কেশরী থেকে শুরু হয়েছিল সফর। তারপরই মিশন মঙ্গল, দুই ছবিই বক্ অফিসে ছক্কা হাঁকিয়েছে। এবার অপর ব্লকবাস্টার ছবি নিয়ে হাজির হতে চলেছেন অভিনেতা।

আরও পড়ুনঃ 'কামসূত্র'-তে সানি লিওন, একতা কাপুরের নতুন ছবি নিয়ে জল্পনা তুঙ্গে

হাউস ফুল ছবি যত সিরিজই মুক্তি পেয়েছে এক কথায় প্রতিটি হিট। হাস্যরসে ভরপুর এই ছবির সিরিজ নিয়ে বেজায় আশাবাদী থাকেন ভক্তরা। আবারও সেই ছবির সিক্যুয়েল নিয়ে পর্দায় ফিরছেন অক্ষয় কুমার। প্রকাশ্যে এল সেই ছবিই প্রথম লুক। 

View post on Instagram

ছবির নাম হাউসফুল ফোর। বুধবারই ছবির প্রথম পোস্টার প্রকাশ্যে নিয়ে এলেন অভিনেতা। শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ার পাতায়। মুহুর্তে ভাইরাল সেই ছবি। মুখ্যভুমিকায় অভিনয় করতে দেখা যাবে, অক্ষয় কুমার, ববি দেওয়ল, কৃতি খারবান্দা, কৃতি স্যানন, রিতেশ দেশমুখ প্রমুখদের। 

আরও পড়ুনঃ ট্রেলারেই মাতিয়ে দিল 'মরযাওয়া' , সিদ্ধার্থ ও রীতেশ আবার একই ফ্রেমে

View post on Instagram

ছবির পোস্টার সামনে আসতেই উত্তেজনার পারদ চরল ভক্তদের মধ্যে। এখানেই অভিনেতারা ধরা দিলেন দুই ভিন্নলুকে। একটি ১৪১৯ সালের অন্যটিতে জায়গা করে নিল ২০১৯ সাল। কেবল ছবির পোস্টারই নয়, শুক্রবারই প্রকাশ্যে আনা হবে ছবির ট্রেলার। বর্তমানে চলছে ছবির শেষ পর্যায়ের কাজ। অক্টোবর মাসেই মুক্তি পাবে হাউসফুল ৪ ছবি।