প্রকাশ্যে থালাইভি ছবির নয়া লুক কঙ্গনার লুকে এবার প্রশংসার ঝড় নেট দুনিয়ায় মুহূর্তে ভাইরাল ছবি জয়ললিতার জন্মদিনে উপহার থালাইভি টিমের 

জয়ললিতার বায়োপিক ঘিরে একাধিকবার বিতর্কের সন্মুখীন হতে হয়েছে অভিনেত্রী কঙ্গনা রানওয়াতকে। ২০১৯-এর শেষের দিকে প্রথম প্রকাশ্যে আসে জয়ললিতার বায়োপিকের প্রথম লুক। মূখ্য ভূমিকাতে অভিনয় করছেন কঙ্গনা রানওয়াত। তবে প্রথম লুকেই উঠেছিল বিতর্কের ঝড়। নেট দুনিয়ায় ট্রোলের শিকার হতে হয়েছিল কঙ্গনাকে।

আরও পড়ুন-সকালে 'বাহুবলি' এখন 'খিলজি', ভারত সফরের আগে নয়া চমক ট্রাম্পের...

Scroll to load tweet…

আরও পড়ুন-ফের বির্তকের শিরোনামে মিকা সিং, ম্যানেজারের আত্মহত্যায় কাঠগড়ায় গায়ক

তবে এবার চিত্রটা খানিক ভিন্ন। সোমবার জয়ললিতার ৭০ তম জন্মদিবসে প্রকাশ্যে এল ছবির আরও এক লুক। সেই লুকেই এবার তাক লাগালেন অভিনেত্রী। জয়ললিতার এই লুক দেখা মাত্রই প্রশংসিত হলেন কঙ্গনা। পাশাপাশি ছবি দিয়ে তুলনা টেনেও স্পষ্ট বুঝিয়ে দিল নেট দুনিয়ায় বেশ মানিয়েছে এই লুকে কঙ্গনাকে। মুহূর্তে থালাইভি ছবির এই লুক ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়।

Scroll to load tweet…

আরও পড়ুন-'বাহুবলি' সাজলেন ট্রাম্প, ভিডিও পোস্ট টুইটারে

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর বায়োপিক নিয়ে প্রথম থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। ছবির খবর প্রকাশ্যে আসার পরই তা রাতারাতি ছড়িয়ে পড়েছিল নেট দুনিয়ায়। তবে অনেকেরই পছন্দ হয়নি কঙ্গনা রানওয়াতের প্রথম প্রস্থেটিক মেকআপ। তবে এবার লুকে বাজিমাত করলেন কঙ্গনা রানওয়াত। ছবিটি মুক্তি পাবে তিনটি ভাষায়, হিন্দি, তামিল ও তেলেগু। জুন মাসে মুক্তি, বর্তমানে পুরোদমে চলছে ছবির শ্যুটিং।