২০২২ সালের কেন্দ্রীয় বাজেট অধিবেশনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)এলআইসি-র আইপিও আনার খবরে শিলমোহর দিয়েছিলেন। মার্কেট বিশেষজ্ঞদের মতে, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের জেরে বিশ্ব বাজারে যে ভয়াবহ প্রভাব পড়েছে, তার জেরেই এলআইসির আইপিও পিছিয়ে যেতে পারে। আগামী অর্থবর্ষ পর্যন্তও এলআইসি-র আইপিও স্থগিত রাখার প্রবল সম্ভবনা রয়েছে।
যাত্রীরা ক্যাব বুকিং-র পর অপেক্ষা করতেন, তারপরই দুম করে সেই ক্যাব বাতিল হয়ে যেত চালকের তরফে। তবে এবার রাজ্য সরকারের হস্তক্ষেপে ক্যাব চালকদের জন্য নতুন গাইডলাইন চালু করা হল। আর সেই গাইডলাইন অনুযায়ী ক্যাব চালক রাইড গ্রহণের পর কোনও গুরুত্বপূর্ণ কারণ ছাড়া তা নিজে থেকে বাতিল করে দিলে টাকা ফেরত পাবে যাত্রী।
শনিবার যেখানে প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম যথাক্রমে ৭০০ টাকা ও ৭৬০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল, রবিবারও বিশ্ববাজারে শনিবার ও রবিবার প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম বৃদ্ধির হার একই রয়েছে। ৫ মার্চ শনিবার যেখানে প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম ছিল যথাক্রমে ৪৭ হাজার ৭০০ টাকা ও ৫২ হাজার ০৪০ টাকা সেখানে দাম বৃদ্ধি পেয়ে আজ ৬ মার্চ রবিবার বিশ্ববাজারে প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৪৮ হাজার ৪০০ টাকা ও প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দর পৌঁছেছে ৫২ হাজার ৮০০ টাকা।
তবে আপাতত এই সংস্থার তরফে জানানো হয়েছে, দিল্লি-সহ NCR শহরগুলিতে দাম বাড়ানো হচ্ছে। আর সেই শহরের তালিকায় পড়ছে নয়ডা, গাজিয়াবাদ, ফরিদাবাদ ও গুরগাঁও। এর ফলে আগামীকাল থেকেই এই শহরগুলিতে বেশি দাম দিয়ে কিনতে হবে দুধ।
ঙ্ক জালিয়াতি, এটিএম জালয়াতির মত ঘটনার তালিকায় নয়া সংযোজন অনলাইনে কেওয়াইসি জালিয়াতির ঘটনা। কেওয়াইসি-কে হাতিয়ার করে প্রতারকরা গ্রাহকদের যে ঠাকাচ্ছেন সেই বিষয়ে সচেতন করেছে এসবিআই। মূলত অনলাইন ফ্রড থেকে গ্রাহকদের বাঁচানোর জন্যই ব্যাঙ্কের তরফে গাইডলাইনস জারি করা হয়েছে ৷ গ্রাহক স্বার্থে প্রতারকদের থেকে সাবধান করতে সোশ্যাল সাইট টুইটারে সতর্কবার্তা দিল এসবিআই।
যুদ্ধকালীন পরিস্থিতিতে দুই দেশের পরিস্থিতি যেমন সংকটজনক অবস্থায় পৌঁছেছে ঠেক তেমনই প্রভাব পড়ছে অন্যান্য অর্থনৈতিক ক্ষেত্রে। রাশিয়া ও ইউক্রেন দুটি দেশই যখন রফতানি শিল্পের আঁতুরঘর তখন যুদ্ধ পরিস্থিতিতে সরবরাহ ব্যহত হলে গমের দামও হবে আকাশছোঁয়া। পরোক্ষভাবে বৃদ্ধি পাবে আটা ময়দার দামও।
মাত্র ৩২৯ টাকায় ধামাকাদার প্ল্যানে গ্রাহকদের খুশি করা প্ল্যান নিয়ে এসেছে বিএসএনএল। লঞ্চ করল ফাইবার ব্রডব্যান্ড প্ল্যান। ১ টিবি ইন্টারনেট ডেটা ও আনলিমিটেড ভয়েস কলিং-এর এক দুর্দান্ত অফার রয়েছে বিএসএনএলের এই নতুন ৩২৯ টাকার প্ল্যানে। তবে নির্দিষ্ট কয়েকটি জায়গাতেই এই প্ল্যান কার্যকরী হবে।
স্টার্ট আপের ক্ষেত্রে যে ধরনের ব্যবসার কথা আজ আপনাদের বলব সেখানে কিন্তু চাকরিতে কোনও প্রভাব পড়বে না। বরং চাকরির পাশাপাশি আয়ের জন্য আরও একটি বিকল্প পথ খুঁজ সেখানেও নিজেকে একজন সফল ব্যবসায়ী হিসাবে প্রতিষ্ঠিত করারও সুযোগ পাবেন। ৫ থেকে ৮ হাজার টাকার বিনিময়ে শুরু করুন গিফট বাস্কেটের ব্যবসা।
আপনার কাছে আধারকার্ড থাকে তাহলে সেই আধারকার্ড ব্যবহার করেই খুব সহজে বাড়ি বসেই অনলাইনে প্যানকার্ডের জন্য আবেদন করতে পারবেন। আয়কর বিভাগে অফিসিয়াল ওয়েবসাইট incometaxindia.gov.in এ গিয়ে আবেদন করতে পারবেন। এই ওয়েব সাইটে গিয়ে আধারকার্ডের সাহায্যে ই-প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবেন।
মার্কিন ব্র্যান্ড কোকাকোলাকে বুড়ো আঙুল দেখাল ইউক্রেন। কোকাকোলা পেপসির মত সফট ড্রিঙ্কসকে বয়কট করল ইউক্রেন। এই মার্কিন সংস্থা রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখার জন্যই এই সফট ড্রিঙ্কসগুলোকে বয়কট করল ইউক্রেন।