শনিবারই রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা এলআইসি আইপিও-তে ২০ শতাংশ পর্যন্ত প্রত্যক্ষ বিদেশি লগ্নির বা এফডিআই এর প্রস্তাবে সায় দিয়েছে মন্ত্রিসভা। উল্লেখ্য, কোনও বিদেশি সংস্থা শেয়ার কিনতে চাইলে, সরকার বা রিজ়ার্ভ ব্যাঙ্কের অনুমোদনও লাগবে না। সরাসরি পুঁজি বিনিয়োগের সুযোগ দেবে এলআইসি। রুশ-উইক্রেন যুদ্ধ আবহের মধ্যে একটা সংশয় তৈরি হয় যে শেয়ার বাজারের টালমাটাল পরিস্থিতির জেরে এআইসি আইপিও স্থগিত করা হতে পারে। তবে সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।