ফের নাইট ডিউটি ভাতা চালু হওয়ার সবুজ সংকেত দিয়েছে রেল। প্রসঙ্গত, রেলের নাইট ডিউটি ভাতা আগে সকল স্তরের আয়ের কর্মীদের জন্যই প্রযোজ্য ছিল। কিন্তু মাঝখানে ৪৩ হাজার ৬০০ টাকার বেশী মাসিক বেতনপ্রাপ্ত কর্মীদের নাইট ডিউট ভাতা বন্ধ করে দেওয়া হয়েছিল রেলের পক্ষ থেকে। এবার তাঁরাও পাবে এই ভাতা।