Job Alerts: কেন্দ্রীয় সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ। কর্পোরেট মন্ত্রকের অধীনস্থ সংস্থায় প্রচুর শূন্যপদে চলছে কর্মী নিয়োগ। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Job Alerts: চাকরির জন্য হন্যে হয়ে ঘুরেও মিলছে না মনের মতো চাকরি! সেই সমস্ত চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর। কেন্দ্রীয় কর্পোরেট বিষয়ক মন্ত্রকের অধীনে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আবেদন জানাতে পারবেন আগ্রহী প্রার্থীরা। মোট শূন্য পদের সংখ্যা ১৪৫টি। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্পোরেট বিষয়ক মন্ত্রক।

কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে? 

বিজ্ঞপ্তিতে উল্লিখিত তথ্য থেকে জানা গিয়েছে যে, দি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউট্যান্টস অফ ইন্ডিয়া (আইসিএআই), দি ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়া (আইসিএসআই), দি ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্ট অফ ইন্ডিয়া-র (আইসিএমএআই) দফতরে ইয়ং প্রফেশনাল পদে কর্মী নিয়োগ করা হবে। জানা গিয়েছে যে, সংশ্লিষ্ট পোস্টে চাকরির জন্য আগ্রহী প্রার্থীদের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, সার্টিফায়েড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট এবং কোম্পানি সেক্রেটারির পদে কাজের সুযোগ দেওয়া হবে।

এছাড়াও আবেদনকারীদের ইন্টারমিডিয়েট এবং এক্সিকিউটিভ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বলে জানানো হয়েছে। সংশ্লিষ্ট পোস্টে চাকরির জন্য আবেদনকারীদের ইনফর্মেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এবং কম্পিউটার বিষয়ে দক্ষতা থাকতে হবে। এবং আবেদনকারীদের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। মোট তিন বছরের মেয়াদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। নিযুক্তদের বেতন হবে প্রতিমাসে ৪০ হাজার টাকা থেকে ৮৫ হাজার টাকা। অনলাইনে আবেদনের শেষ তারিখ ৩০ অক্টোবর।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।