সংক্ষিপ্ত

  • করোনা থেকে অবশেষে মুক্তি ৩ রোগীর 
  • শিলিগুড়ি কোভিড হাসপাতাল মুক্তি
  • হাসপাতাল থেকে ছুটি পেলেন ২ নার্স ও ১ বৃদ্ধা
  • কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন হাসপাতালের চিকিৎসকরা


করোনার প্রকোপ রয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়। অরেঞ্জ জোনের আওতায় রয়েছে কালিম্পং, দার্জিলিং এবং জলপাইগুড়ি।  এই আবহেই কিছুটা স্বস্তির বার্তা দিল উত্তরবঙ্গ। করোনায় মুক্তি পেয়ে কোভিড হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ৩ জন। তাঁদের মধ্যে দুই নার্স ও একজন বৃদ্ধা। শিলিগুড়ি কোভিড হাসপাতালে ভর্তি ছিলেন তাঁরা।

আরও পড়ুন, রিপোর্ট 'নেগেটিভ' -পাঠানো হল বাড়ি, ভূল থাকায় ফের ডাক, বাঙ্গুর হাসপাতালে মৃত্যু করোনা আক্রান্তের

 

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, কালিম্পংয়ে করোনায় মৃত এক রোগীর সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছিলেন দুই নার্স। ওই দুই রোগীর সংস্পর্শে এসে পরবর্তী সময়ে এক নার্সের স্বামী এবং অপর এক নার্সের বৃদ্ধা মা’ও করোনায় আক্রান্ত হন। কয়েকদিন পরই, এক নার্সের শিশুর শরীরে করোনা সংক্রমণ ধরা দেয়। চিকিৎসকরা তাঁর লালরসের নমুনা পরীক্ষা করেন। এরপরই, ওই নার্স করোনা আক্রান্ত বলে স্পষ্ট করে জেলা স্বাস্থ্য দপ্তর। তাঁদের  চিকিৎসা চলছিল শিলিগুড়ির মাটিগাড়ায় সরকার অধিগৃহীত ডক্টর চ্যাঙ হাসপাতালে। 

আরও পড়ুন, কলকাতার তাপমাত্রা একধাক্কায় স্বাভাবিকের ৬ ডিগ্রি নিচে, বিকেলে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস

মাটিগাড়ার ওই কোভিড হাসপাতালে টানা চিকিৎসা চলছিল আক্রান্তদের। তাঁদের কোয়ারেনটাইনে রেখে এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। শুধু তাই নয়, তাঁদের কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছিল। চিকিৎসকরাও ওই আক্রান্তদের প্রতি সহানুভূতিশীল ছিলেন। অবশেষে চিকিৎসকদের টানা চিকিৎসার পর বাড়ি ফেরেন তাঁরা। করোনা আবহের মধ্যেই শিলিগুড়িতে ৩ রোগীর করোনা থেকে সুস্থ হওয়া বড়সড় সাফল্য বলে মনে করছেন চিকিৎসকরা। স্বাভাবিকভাবেই আতঙ্কের আবহে কিছুটা হলেও স্বস্তির বার্তা শিলিগুড়ি কোভিড হাসপাতালের চিকিৎসকদের।

আরও পড়ুন, হাওড়ার পুলিশের ওপর হামলার ঘটনায় বড় সিদ্ধান্ত নবান্নের,রাতেই শুরু ধরপাকড়

তবে শিলিগুড়িতে করোনা থেকে মুক্তির খবর নতুন নয়, এর আগেও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন কয়েকজন করোনা পজিটিভ। স্বাস্থ্য দফতর সূত্রে খবর,  এর আগে করোনা থেকে সুস্থ হয়ে ১১ জন ছাড়া পেয়েছেন। এবার আরও ৩ জন ছুটি পেলেন। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, কোভিড হাসপাতালে আরও তিনজন করোনা আক্রান্ত চিকিৎসাধীন। তাদের শারিরীক অবস্থা স্থিতিশীল। জানা গিয়েছে, চিকিৎসাধীন ৩ করোনা আক্রান্তের মধ্যে ১ জন নার্সের স্বামী, অপরজন নার্সের সন্তান।

 

 

রাজ্য়ে মৃত বেড়ে ২২, বাংলায় করোনা আক্রান্ত ৫২২

চিন থেকে সোজা কলকাতা বিমানবন্দরে, ১০ টন করোনা-চিকিৎসার সামগ্রী নিয়ে শহরে নামল উড়ান

স্ক্রিন ছুঁয়েই প্রিয় জনের অনুভূতি, করোনা রুখতে শহরের হাসপাতালে চালু 'ভারচুয়াল ভিজিটিং আওয়ার্স'

বাবুলের কথা এবার চিকিৎসক সংগঠনের মুখে,করোনায় মৃত্যু স্বাস্থ্য়কর্তার -স্বীকার করুক রাজ্য

এবার বেসরকারিতেও করোনা চিকিৎসায় মিলবে বিনামূল্য়ের পরিষেবা, হাসপাতালের খরচও দেবে রাজ্য সরকার