সংক্ষিপ্ত

পারিবারিক সূত্রে জানা গেছে, অমর্ত্য সেন এখন শান্তিনিকেতনে নিজের বাড়িতে রয়েছেন। সেখানে তার চিকিৎসা চলছে। চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন তিনি। তবে এখনও তার আরটি-পিসিআর টেস্ট করা হয়নি।

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন করোনা ভাইরাস সংক্রামিত হয়েছেন। তবে তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। চিকিত্সকদের পরামর্শে, প্রবীণ অর্থনীতিবিদ শান্তিনিকেতনে নিজের বাড়িতে সেল্ফ আইসোলেশনে রয়েছেন। সেখানে তার চিকিৎসা চলছে। জানা গিয়েছে, অমর্ত্য সেন শান্তিনিকেতনে তাঁর বাড়িতে পয়লা জুলাই আসেন। কয়েকদিন পর খবর মেলে তাঁর শরীর ভালো যাচ্ছে না। চিকিৎসকদের পরামর্শ নেওয়া হয়েছে। এরপর অমর্ত্য সেনকে পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় প্রবীণ অর্থনীতিবিদ করোনাভাইরাসে আক্রান্ত হন।

সূত্রের খবর, শনিবার তাদের শান্তিনিকেতনের বাড়ি থেকে কলকাতায় যাওয়ার কথা ছিল অর্থনীতিবিদর। এমনকি অমর্ত্য সেনের কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথাও ছিল। ১০ জুলাই তার লন্ডনে যাওয়ার কথা ছিল। কিন্তু করোনা ভাইরাস সংক্রমণের কারণে তাদের সব বাতিল করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, অমর্ত্য সেন এখন শান্তিনিকেতনে নিজের বাড়িতে রয়েছেন। সেখানে তার চিকিৎসা চলছে। চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন তিনি। তবে এখনও তার আরটি-পিসিআর টেস্ট করা হয়নি।

এদিকে, তৃতীয় ঢেউয়ের পর এবার করোনার চতুর্থ ঢেউ নিয়ে সতর্কতা জারি করল বিশ্ব সাস্থ্য সংস্থা। লকডাউন, টিকা, মাস্ক কোনোভাবেই কাবু করা যাচ্ছে না করোনা ভাইরাসকে। বারবার মিউটেশন বদলে নতুন নতুন রূপে হাজির হচ্ছে এই মারণ ভাইরাস। কোভিড সংক্রমণের তিন বছর হতে চললেও কিছুতেই শেষ করা যাচ্ছে না এই রক্তবীজকে। ওমিক্রনের পর এরপর ওমিক্রনের নতুন দুটি সাব ভ্যারিয়েন্ট বি এ ৪ ও বি এ ৫ নিয়ে হাজির করোনা। এই নতুন দুই ভারিয়ান্টের প্রথম খোঁজ মেলে দক্ষিণ আফ্রিকায়। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের কথায়, "আমরা দেখতে পারছি না যে এই ভাইরাস কী ভাবে নিজের শাখা প্রশাখা বাড়াচ্ছে। মিউটেশনের বিষয়টিও অনেকসময়ই বোঝা যাচ্ছে না। তাই আগামীদিনে কী হবে বলা মুশকিল।" জোয়ে কোভিড অ্যাপের প্রধান প্রফেসর টিম স্পেকটর, এই প্রসঙ্গে বলেন, আমাদের প্রতিটি মানুষকেই কোভিডের এই নতুন দুই ভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক হতে হবে।

১. গন্ধ: নতুন ভারিয়েন্ট দ্বারা সংক্রমিত হলে অনেকের গন্ধ চলে যাচ্ছে। এর আগে ডেল্টা ভ্যারিয়েন্ট এর সময়ও এই লক্ষণ দেখা গিয়েছিল। আরেকবার ফের দেখা মিলল এই উপসর্গের। উপসর্গটির নাম অ্যানসোমনিয়া। এই উপসর্গ থাকলে মানুষ কিছুটা সময় বা অনেকটা সময়ের জন্য গন্ধ পান না। 

২. টিনিটাস: নতুন ভারিয়েন্ট দ্বারা সংক্রমিত হলে টিনিটাস বা ইয়ার রিংগিং-এর সমস্যা হচ্ছে অনেকের। এই প্রসঙ্গে টিম স্পেকটর লক্ষণটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করবার কথা বলেন। দেখা গিয়েছে যে বহু মানুষ এই একই সমস্যায় পড়ছেন। এই উপসর্গ দেখা দিলে কানে একটি রিং-এর মতো শব্দ ক্রমাগত হতেই থাকে। জানা গিয়েছে ৫ জন পিছু ১ জন মানুষের টিনিটাসের সমস্যা হচ্ছে। তাই সতর্ক হতে হবে।

আরও পড়ুন- মহিলার ঘাড়ে চেপে কোভিড পরীক্ষা, দেখুন চিনা স্বাস্থ্যকর্মীদের ভয়ঙ্কর অত্যাচারের ভিডিও

আরও পড়ুন- গুরুতর কোভিড সংক্রমিতদের আইকিউ লেবেল কমছে, নতুন রিপোর্ট বলছে সারতে সময় লাগে ৬ মাস

আরও পড়ুন- কোনও ব্যক্তিকে করোনা টিকা নেওয়ার জন্য জোর করা যাবে না- কেন্দ্রকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের