সংক্ষিপ্ত
- আইসিসি-কে পরামর্শ সচিন তেন্ডুলকরের
- সুপার ওভার টাই হলে ফের সুপার ওভার চান কিংবদন্তি ক্রিকেটার
- বিশ্বকাপ ফাইনালের আইসিসির অদ্ভুত নিয়মে হারতে হয় নিউজিল্যান্ডকে
- নিয়ম নিয়ে সমালোচনার ঝড় উঠেছে
সুপার ওভারেও ম্যাচের ফয়সালা না হওয়ায় বিশ্বকাপ ফাইনালে বাউন্ডারির সংখ্যার নিরিখে ইংল্যান্ডকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। আইসিসি-র এই নিয়ম নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে সমর্থক এবং প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে। কেউ কেউ তো বলছেন, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডকে যুগ্ম বিজয়ী ঘোষণা করা উচিত ছিল।
আরও পড়ুন-পরাজয়ের চরম হতাশা, শিশুদের চাঞ্চল্যকর পরামর্শ দিলেন কিউই ক্রিকেটার
এই বিতর্কের মধ্যেই এবার সচিন তেন্ডুলকরও বুঝিয়ে দিলেন, সুপার ওভারেও ম্যাচের নিষ্পত্তি না হলে বিজয়ী বেছে নেওয়ার জন্য আইসিসি-র বর্তমান নিয়মে সমর্থন নেই তাঁর। কিংবদন্তি এই ক্রিকেটার বরং চান, সুপার ওভারেও ম্যাচ টাই হয়ে গেলে আরও একটি সুপার ওভার খেলা হোক।
আরও পড়ুন- ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল, ফিরলেন '৮৬-এর মারাদোনা এবং তাঁর ঈশ্বর
নিজের অফিসিয়াল অ্যাপ ১০০ এমবি- তে সচিন জানিয়েছেন, 'আমি মনে করি বাউন্ডারির সংখ্যার বিচার না করে বিজয়ী দলকে বেছে নিতে আরও একটি সুপার ওভার খেলা হোক। শুধু বিশ্বকাপ ফাইনাল নয়, প্রতিটি খেলাই গুরুত্বপূর্ণ। ফুটবলের ক্ষেত্রেও খেলা অতিরিক্ত সময়ে গড়ায়, অন্য কোনও কিছুর ভিত্তিতে ফল নির্ধারিত হয়না।'
এর আগে গ্রুপ লিগে শীর্ষে শেষ করার পরেও সেমিফাইনালে মাত্র একটি ম্যাচে হেরেই বিদায় নিতে হয়েছিল ভারতকে। এর পরেই আইপিএল-এর ফরম্যাটও বিশ্বকাপে অনুসরণ করার কথা বলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। যেখানে নক আউটে একটি ম্যাচে হারলেও আরও একটি সুযোগ পায় গ্রুপ চ্যাম্পিয়নরা। সেই প্রস্তাবকে সমর্থন করে সচিনও বলেছেন, 'যে দু'টি দল গ্রুপ পর্যায়ে শীর্ষে শেষ করবে, তাদের জন্য সত্যিই অন্যরকম কিছু ভাবা প্রয়োজন। কারণ গোটা টুর্নামেন্টেই ধারাবাহিক ভাবে ভাল খেলে এসেছে তারা।'