- পিঙ্ক বল টেস্টে বিশেষ কয়েনে টস হল ইডেনে
- টস জিল বাংলাদেশ, ব্যাটিংয়ের সিদ্ধান্ত
- ভারতীয় দলে কোনও বদল নেই
বিশেষ সোনার কয়েন তৈরি ছিল। ঐতিহাসিক টেস্টে সেই কয়েন দিয়েই হল টস। ভারতীয় ক্রিকেটের নতুন অধ্যায়ের সূচন হল অধিনায়ক কোহলির হাতে। হোম টিমের অধিনায়ক হিসেবে টসের কয়েন আকাশের দিকে ছুঁড়ে দিলেন কোহলি। কল করলেন বাংলাদেশের অধিনায়ক মমিনুল। টস ভাগ্য কথা বলল বাংলাদেশের হয়ে। টস জিতে বাংলাদেশ অধিনায়ক প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন। ভারতীয় দলে কোনও পরিবর্তন নেই। ইন্দোরে যে দলটে বাংলাদেশকে তিন দিনে গুটিয়ে দিয়েছিল ইডেনেও সেই দল নিয়েই মাঠে নামলেন কোহলি।
Bangladesh have won the toss and will bat first in the #PinkBallTest @Paytm #INDvBAN pic.twitter.com/LCTkWZ6bKM
— BCCI (@BCCI) November 22, 2019
আরও পাড়ুন - বিশ্রাম দেওয়া হচ্ছে না রোহিতকে, ধাওয়ানকে আরও একটা সুযোগ দিয়ে চমকহীন দল বাছাই
ভারত বনাম বাংলাদেশের প্রথম দিন রাতের টেস্ট নিয়ে গতে কয়েকদিন থেকেই চড়েছিল উন্মাদনার পারদ। দেশের প্রথম পিঙ্ক বল টেস্টের প্রতিটা সেকেন্ড উপভোগ করতে চেয়েছেন সমর্থকরা। তাই শুক্রবার সকাল থেকেই ইডেনে ভিড় জামাতে শুরু করেছিলেন ক্রিকেট প্রেমীরা। ভআরতীয় সমর্থকরা যেমন ছিলেন তেমনই কলকাতায় ঐতিহাসিক টেস্ট দেখতে বাংলাদেশ থেকে প্রচুর সমর্থক এসেছেন ইডেনে। যাদের হাতে টিকিট আছে তাদের উন্মাদনা চোখে পরার মত ছিল। একই সঙ্গে এদিনও ইডেন চত্ত্বরে কিছু মানুষ এসেছিলেন যদিও একটা টিকিট পাওয়া যায়, এই আশায়।
আরও পড়ুন - গোলাপি টেস্টে রুনা লায়লা ও জিৎ গঙ্গোপাধ্যায়ের ডুয়েট, 'বিরাট' শো ইডেনে
পিঙ্ক টেস্ট নিয়ে উন্মদনায় মেতেছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও। গত দুদিন থেকেই শহরের রং গোলাপি। একাধিক বিল্ডিং থেকে শহরের ঐতিহাসিক স্থান, সহতেই লেগেছে গোলাপি আভা। আর সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্টও করেছেন সৌরভ।
Sweets go pink in kolkata @BCCI @JayShah @CabCricket pic.twitter.com/dDfJYYRkfk
— Sourav Ganguly (@SGanguly99) November 21, 2019
Well done felu.. pic.twitter.com/KMC9FiHuIi
— Sourav Ganguly (@SGanguly99) November 21, 2019
Welcome to pink test ..@JayShah @bcci pic.twitter.com/lk9h9AX7Ox
— Sourav Ganguly (@SGanguly99) November 21, 2019
Last Updated 22, Nov 2019, 4:51 PM IST